হোম > জীবনধারা

রনবী, কাক ও কাঠঠোকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টোকাইয়ের কথা মনে আছে? ওই যে চেক লুঙ্গি পরা আর কাঁধে বিশাল বস্তা নিয়ে ঘুরে বেড়ানো ছেলেটি? তার আশপাশে ঘুরে বেড়ায় কালো কাকেরা। চিনতে পারছ না বুঝি?

মাকে জিজ্ঞেস করো, মা গড়গড় করে সব বলে দেবেন। হ্যাঁ, বাবাও তাঁকে চেনেন।

রং নেই, কেবল কালো কালিতে সেই টোকাই এঁকেছিলেন শিল্পী রফিকুননবী। আমরা সবাই তাঁকে রনবী বলেই চিনি।

কিন্তু খেয়াল করলে দেখবে, রনবী অনেক দিন হলো টোকাই আর কাককে আঁকছেন না। কেন বলো তো? হুট করে কী আঁকা বন্ধ করা যায় বলো?

তোমার কী মনে হয়, রনবীর কাগজ আর কালি ফুরিয়ে গেছে, তাই তিনি আঁকতে পারছেন না? তা তো হওয়ার কথা নয়। মহা বড় শিল্পী বলে কথা, এসব ফুরোলে চলে না। কাকেরাও কিন্তু ব্যাপারটা টের পেয়ে গেছে বটে। রনবী তাদের আর আঁকছেন না। তারা একেবারে নাছোড়বান্দা। নাহ্‌, এ বড় অন্যায়। রনবীকে কাক আঁকতেই হবে। তাই কাকেরা অবরোধ করল। ঘেরাও হবে রনবীর বাড়ি। কাকেদের অবরোধে বন্দী তিনি। মহা বিপদে পড়ে রনবী কী ভাবছেন?

নাকি খাতা-কলম নিয়ে আঁকতে বসেছেন কাকেদের ছবি। জানতে হলে পড়ে ফেলতে হবে ‘রনবী, কাক ও কাঠঠোকরা’ বইটি। এটি লিখেছেন তুষার আবদুল্লাহ। বইয়ের সুন্দর সব ছবি এঁকেছেন রফিকুননবী নিজেই। এ বইটির দাম ১৫০ টাকা মাত্র। ইকরি মিকরি প্রকাশনী থেকে বের হয়েছে বইটি। 

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

আজকের রাশিফল: ঝগড়া করার খুব ইচ্ছা হবে, ঘরের বসকে মেনে চলুন

২০২৬ সালে যে অভ্যাসগুলো আপনাকে সফল করে তুলতে পারে

ডায়াবেটিসের রোগীদের কেন সময় মতো খাবার খাওয়া জরুরি

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি

বাংলাদেশের পর্যটক কমায় ভারতে নিম্নমুখী আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা

আজকের রাশিফল: আত্মীয়রা কাঠি করবে, খিটখিটে মেজাজ বিচ্ছেদের কারণ হবে

আকাশে ঘুরে বেড়ানো এক নিঃসঙ্গ বাবার গল্প

হোটেল রুমের পরিচ্ছন্নতা ও শিষ্টাচার