হোম > জীবনধারা

তেজপাতার পাখি

ফারহীমা ফারুক তূর্ণা

মসলাপাতি দিয়ে খালি রান্নাই না, সুন্দর সুন্দর ক্র্যাফটও বানানো যায়। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে যাবে একটি পাখি। 

যা লাগবে
তেজপাতা, দারুচিনি, লং, এলাচ, শুকনো মরিচ, কার্ডবোর্ড, রং (সাদা, নীল), কাঁচি এবং আঠা।

চলো বানাই
প্রথমে একটি কার্ডবোর্ডে সাদা আর নীল রং দিয়ে বেস করে নিতে হবে। তারপর তিনটি তেজপাতা ব্যবহার করতে হবে, প্রথম তেজপাতা কাচির সাহায্যে কেটে পাখির মত আকৃতি করতে হবে, আরেকটা তেজপাতা দিয়ে ডানা দিতে হবে এবং সবশেষ তেজপাতা দিয়ে লেজের আকৃতি করে কেটে নিতে হবে। তারপর কার্ডবোর্ডে আঠা লাগিয়ে দারুচিনি দিয়ে গাছের ডাল বানাতে হবে এবং তেজপাতা আর এলাচ দিয়ে গাছের পাতা আর ফলের মত বানাতে হবে। সেই গাছের ডালে, বানানো পাখিটা আঠা দিয়ে লাগাতে হবে। পাখির ঠোঁট হিসেবে লাল শুকনো মরিচ কেটে আঠা দিয়ে বসাতে হবে। শুকনো মরিচের বিচ দিয়ে চোখ বানাতে হবে। পাখির পা হিসেবে দুইটি লং ব্যবহার করতে হবে। ব্যস হয়ে গেল খুব সহজেই মসলাপাতি দিয়ে পাখির ক্র্যাফট। 

দর্শন রাভালের বিয়ের সাজ

পিৎজার দাম ১৫ হাজার টাকা

নেপালে অ্যাডভেঞ্চার বাঞ্জি জাম্পিং ও প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ

রোমাঞ্চকর রেইছা ঝিরির পথে

চার মাসব্যাপী বাহা উইন্টার ফেস্টিভ্যাল

এ বছরের ট্রেন্ডে থাকছে একক ভ্রমণ প্রবণতা

৬ বছর ভাত, ফল, সবজি না খেয়ে অদ্ভুত অভিজ্ঞতা ইসাবেলার

আফরিনের ডেনিম ফিউশন

রুক্ষ ত্বকের যত্নে যা করবেন

চুলের স্টাইলিংয়ে নতুন ধারা

সেকশন