Ajker Patrika
হোম > জীবনধারা

মেকআপের আগে ত্বকের মরাকোষ ঝরিয়ে নিতে হবে

শারমিন কচি

মেকআপের আগে ত্বকের মরাকোষ ঝরিয়ে নিতে হবে

প্রশ্ন: গরমে মেকআপ দীর্ঘস্থায়ী করার কিছু উপায় জানালে উপকৃত হব। আমার ত্বকে প্রচুর মরা কোষ থাকে। ফলে মেকআপ করার পর চিবুক, নাকের দুপাশে ও গালের কোথাও কোথাও সাদা চামড়া ভেসে ওঠে। কী করতে পারি?
মেঘনা সরকার, টাঙ্গাইল 

ত্বকের মরা কোষ পরিষ্কার না করে মেকআপ করলে তা ভালোভাবে বসে না। তাই মেকআপের আগে ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলতে হবে। এর জন্য প্রথমে ত্বকের উপযোগী ক্লিনজার দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে। এরপর চিনির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে চিনি প্রায় মিহি হয়ে যাওয়া পর্যন্ত। তারপর মুখ ধুয়ে তোয়ালে চেপে মুছে নিতে হবে। খুব ভালো হয় যদি পাঁচ মিনিট গরম পানির ভাপ নেওয়া যায়। তাহলে ত্বকের উপরিভাগ নরম হবে ও রোমকূপ খুলে যাবে। ভাপ নেওয়ার পর ত্বকের উপযোগী কোনো প্যাক লাগাতে পারেন। প্যাক তোলার পর বেশি করে পানির ঝাপটা দিন। মুখ মুছে অন্তত ৩ মিনিট বরফ ঘুষুন পুরো মুখে। তাতে খুলে যাওয়া রোমকূপ বন্ধ হবে এবং ত্বকে মেকআপ ভালোভাবে বসবে। এতে দীর্ঘক্ষণ মেকআপ ঠিক থাকবে। বরফ ঘষে নেওয়ার পর মুখ মুছে ভালো কোনো ময়েশ্চারাইজার লাগাতে হবে। তারপর ত্বক তৈরি হবে মেকআপের জন্য।

পরামর্শ দিয়েছেন শারমিন কচি: রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

মাথার ত্বকেও দরকার স্ক্রাব

গরমে শিশুর পোশাক নির্বাচনে

বৈশাখে ওয়ার্ডরোবে যা রাখবেন

গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই পেতে

গরম না ঠান্ডা চা, স্বাদ ও স্বাস্থ্যগত উপকারিতায় কোনটি এগিয়ে

অতিরিক্ত ক্ষুধা কমাতে ৬ প্রোটিনসমৃদ্ধ খাবার

কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট: সৌদি আরবের ভবিষ্যৎ অর্থনীতির প্রতীক

ফ্যাশনে নতুন ট্রেন্ড, হাতঘড়ি উঠে গেছে গলায় অথবা কোমরে

রসাল ও মিষ্টি তরমুজ চেনার সহজ উপায়

গ্রীষ্মে সুন্দর থাকতে মেনে চলুন রাশা থাডানির রূপ রুটিন