ফিচার ডেস্ক
গত পরশু ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে বাংলাদেশের পর্বতারোহী জাফর সাদেক ফ্রেন্ডশিপ পর্বতে সফল অভিযান চালিয়ছেনে। এটি ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলার পীর পাঞ্জাল রেঞ্জের ৫ হাজার ২৮৯ মিটার উঁচু পাহাড়।
ফ্রেন্ডশিপ পর্বতের আশপাশে ৫ হাজার ৪৯০ মিটার উচ্চতার হনুমান টিব্বা, ৫ হাজার ২৫০ মিটারের শেটিধর, ৫ হাজার ৫৩৬ মিটার উচ্চতার লাদাখি পাহাড় রয়েছে। এ ছাড়া আছে ৫ হাজার ৭০০ মিটারের মানালি চূড়া, ৬ হাজার ৭০ মিটারের মকর বেহ এবং ৬ হাজার ২০০ মিটার উচ্চতার শিকার বেহর মতো আরও বেশকিছু পর্বতশৃঙ্গ।