হোম > জীবনধারা

ক্যাটরিনা যে ফেসপ্যাক ব্যবহার করেন

সম্প্রতি বলিউডের যেসব তারকার জীবনযাপন নিয়ে চর্চা হচ্ছে, তাঁদের মধ্যে ক্যাটরিনা কাইফ রয়েছেন প্রথম সারিতে। সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা তাঁর স্বচ্ছ, মসৃণ ত্বকের রহস্য জানতে উদ্‌গ্রীব।

সম্প্রতি ভোগ ম্যাগাজিনের বরাতে জানা গেল এই তারকা রূপ রুটিনে যে প্যাক ব্যবহার করেন তা নিতান্তই ঘরোয়া। ওটমিল ও মধুর মিশ্রণে তৈরি এ প্যাক সপ্তাহে একদিন ত্বকে মাখেন তিনি। 

ক্যাটরিনা জানান, ঘরোয়া রূপচর্চাতেই তিনি ভরসা পান বেশি। কড়া রোদে শুটিংয়ের পর ত্বক ঠান্ডা রাখতে ও ত্বককে আরাম দিতে তিনি ওটমিল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন। ব্যথানাশক এই প্যাক তাঁর ত্বক কোমল রাখতেও সহায়তা করে। 

ক্যাটরিনা যে উপায়ে ওটমিলের প্যাক তৈরি করেন তা মূলত শুষ্ক ত্বকে ব্যবহারের উপযোগী। এক টেবিল চামচ ওটমিল গুঁড়ের সঙ্গে এক টেবিল চামচ মধু, আধা টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ও আধা টেবিল চামচ গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নেন তিনি। মুখ পরিষ্কার করে এই প্যাক লাগিয়ে ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলেন। ফেসপ্যাকের মধ্যকার এই উপাদানগুলো ত্বক আর্দ্র রাখে ও ত্বকের মরা কোষ ঝরাতে সাহায্য করে। 

সূত্র: ভোগ ম্যাগাজিন

ডায়াবেটিসের রোগীদের কেন সময় মতো খাবার খাওয়া জরুরি

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি

বাংলাদেশের পর্যটক কমায় ভারতে নিম্নমুখী আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা

আজকের রাশিফল: আত্মীয়রা কাঠি করবে, খিটখিটে মেজাজ বিচ্ছেদের কারণ হবে

আকাশে ঘুরে বেড়ানো এক নিঃসঙ্গ বাবার গল্প

হোটেল রুমের পরিচ্ছন্নতা ও শিষ্টাচার

পাঁচ তারকা হোটেলগুলোর আয়ের উৎস বেড়েছে

ভ্রমণে এক ব্যাগে সবকিছু রাখলে বিপদ হতে পারে, দেখে নিন কী করবেন

আদার কত গুণ, খাওয়ার আগে জেনে নিন