সানজিদা সামরিন
ঢাকা: পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়ের খোঁজ মেলে প্রশস্ত বটবৃক্ষের মতো ছায়াদানকারী একজনের বুকে। তিনি আমাদের বাবা। শত আবদার আর নির্মল শান্তির এই গন্তব্যটি কারোরই অজানা নয়। শত রাগ, গাম্ভীর্য আর অনুশাসনের অন্তরালে লুকিয়ে থাকা কোমল স্নেহময় রূপ। বাবাই তো সন্তানদের শেখান কী করে পাড়ি দিতে হয় জীবনে অলিগলি আর আঁকাবাঁকা বন্ধুর পথ।
আজ ২০ জুন (রোববার), বিশ্ব বাবা দিবস। বাবার জন্য উৎসর্গিত একটি দিন। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার গোটা বিশ্বে বাবা দিবস পালিত হয়। ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন রাষ্ট্রীয়ভাবে জুনের তৃতীয় রবিবার বাবা দিবস বলে ঘোষণা করেন। সেখান বিশ্বের সব বাবাদের সম্মানে প্রতি বছর পালিত হচ্ছে বাবা দিবস।
পৃথিবীর সব বাবার জন্য ভালোবাসা।