হোম > জীবনধারা

রঙ বাংলাদেশের কালেকশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শীত যাই-যাচ্ছি করছে। আর এদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ আয়োজন করেছে বসন্ত উৎসবের!

পাখির রং ও পলাশ ফুল প্রেরণা হয়েছে রঙ বাংলাদেশের এবারের বসন্ত সংগ্রহে। এসব রঙে অনুপ্রাণিত হয়েছেন ডিজাইনাররা। ফলে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও উৎসবমুখী।

পোশাকের মূল রং হিসেবে হলুদ, প্যারট গ্রিন, নীল, ম্যাজেন্টা, লাল, সাদা, পিচ, মিন্ট, কমলা, লেমন হলুদ ও অলিভ ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ধরনের সিল্ক ও সুতির কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপির কাজ, কাটিং-সুইং ইত্যাদি ভ্যালু অ্যাডেড মিডিয়াম ব্যবহার করা হয়েছে পোশাক তৈরিতে।

পোশাক হিসেবে রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রিপিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। শিশুদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে কাপল ও ফ্যামিলি ড্রেস। আরও রয়েছে জুয়েলারি ও নানান উপহারসামগ্রী।

আছে ১২ দশমিক ১২ শতাংশ মূল্যছাড় ও ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। অনলাইনে অর্ডার করা যাবে রঙ বাংলাদেশের পোশাক। অথবা কিনতে ফোন করা যাবে ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।

পিৎজার দাম ১৫ হাজার টাকা

নেপালে অ্যাডভেঞ্চার বাঞ্জি জাম্পিং ও প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ

রোমাঞ্চকর রেইছা ঝিরির পথে

চার মাসব্যাপী বাহা উইন্টার ফেস্টিভ্যাল

এ বছরের ট্রেন্ডে থাকছে একক ভ্রমণ প্রবণতা

৬ বছর ভাত, ফল, সবজি না খেয়ে অদ্ভুত অভিজ্ঞতা ইসাবেলার

আফরিনের ডেনিম ফিউশন

রুক্ষ ত্বকের যত্নে যা করবেন

চুলের স্টাইলিংয়ে নতুন ধারা

শখের জিনিসে টাকা অপচয় হচ্ছে না তো

সেকশন