Ajker Patrika
হোম > জীবনধারা

রোজ শ্যাম্পু ব্যবহার করলেও চুল পড়ে না

শোভন সাহা

রোজ শ্যাম্পু ব্যবহার করলেও চুল পড়ে না

প্রশ্ন: চুল এক দিন শ্যাম্পু না করলেই কেমন যেন তেল চিটচিট করে আর গন্ধ হয়ে যায়। আগে প্রতিদিন শ্যাম্পু করতাম। কিন্তু এতে অনেক চুল পড়ে। কী করতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

উত্তর: কসমেটোলজিস্টের পরামর্শমতো শ্যাম্পু ব্যবহার করে দেখুন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু শ্যাম্পু রোজ ব্যবহার করলে চুল পড়ে যায়—এ ধারণা সঠিক নয়।

প্রশ্ন: শিট মাস্ক কি আসলেই কার্যকর? শুষ্ক ত্বকের জন্য কোন ধরনের শিট মাস্ক ব্যবহার করা উচিত? প্রিসিলা গোমেজ, দিনাজপুরকার্যকর। হাইড্রেটিং শিট মাস্ক বা শিট মাস্ক ফর ড্রাই স্কিন ব্যবহার করতে পারেন। তার আগে অবশ্যই ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

উত্তর: আমার পায়ে হিলক্র‍্যাক আছে। ওই অংশের চামড়া ক্রমশই মোটা হয়ে যাচ্ছে। ইদানীং বাড়িতে সপ্তাহে একবার পেডিকিউর করছি, কিন্তু পুরোপুরি মরা চামড়া উঠছে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি এই সমস্যা হয়? আগে এটি ছিল না। মাসুদুল হক, চাঁদপুর

বাড়িতে অনেক সময় পুরোপুরি যত্ন নেওয়া সম্ভব হয় না। ভালো মানের পারলারে গিয়ে পেডিকিউর করান মাসে অন্তত দুবার। ভালো মানের ফুট ক্রিম ব্যবহার করতে হবে আর অবশ্যই বাসার ভেতরও স্যান্ডেল বা কমফোর্ট সুজ পরে থাকতে হবে।

শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

মুড়িমাখায় জিলাপিই শুধু নয়, বাংলার রসনাবিলাসে টক–ঝাল–মিষ্টির মিশেল পুরোনো ঐতিহ্য

ভালো খেজুর কেনার আগে যা দেখবেন

মা হচ্ছেন কিয়ারা, যেভাবে নিচ্ছেন ত্বকের যত্ন

ব্লাশনে বেজ রঙের রাজত্ব

ইফতারি তৈরি হবে কম তেলে

ঝটপট ঘর গোছাবেন যেভাবে

পানি কম পান করলে মাথার ত্বক শুষ্ক হতে পারে

রোজায় নতুন মায়েরা ওজন কমাবেন যেভাবে

মাইক্রোওয়েভেই কম সময়ে তৈরি হবে মজাদার ইফতার

মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখতে যা খাবেন