করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর পটের বিবি আয়োজন করেছে বিবির পাবণ। এবার পাবণে পটের বিবির সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু উদ্যোগ। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে নবমবারের মতো আয়োজিত হচ্ছে বিবির পাবণ। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে।
পাবণে ‘পটের বিবি’র সব পণ্য প্রদর্শিত হবে। পাশাপাশি এবারে সঙ্গী হিসেবে রয়েছে, রংধনু ক্রিয়েশন, অরণির, ডোরেমি, রঙবতী, পুনিজ কিচেন, আরুনিকা, কালিন্দি এবং বুকস অব বেঙ্গল।
প্রতিবারই পাবণ উপলক্ষে নতুন কালেকশন আনে পটের বিবি। সেই ধারাবাহিকতায় এবার আসবে নতুন নতুন নকশার শাড়ি, স্কার্ট, কুর্তি, ব্লাউজ, ব্লাউজ পিস ও ব্যাগ। ব্লক, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি সবই থাকবে এবারের আয়োজনে। থাকবে পটের বিবির নিজস্ব নকশায় বোনা তাঁতের শাড়িও। এসব পণ্য থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন নিজের পছন্দের পণ্যটি।
পাবণকে একেবারেই অনন্য করেছে যে উদ্যোগটি, সেটি হলো অরণির। এখানে মিলবে বিভিন্ন জাতের গাছ। মূলত নানা রকম গাছ নিয়ে কাজ করলেও পাবনে অরণির থাকবে একদম কম যত্নে, ঘরে, ডেস্কে, বারান্দায় রাখার মতো স্বল্পমূল্যের গাছ। গাছের যত্ন করার পদ্ধতিও জানিয়ে দেওয়া হবে। পাবণে অর্ডার করলে বিনা মূল্যে হোম ডেলিভারি ও বিক্রয়-পরবর্তী সেবা পাওয়া যাবে।
নিজস্ব নকশার দেশি গয়নার পসরা নিয়ে পাবণে থাকবে রঙবতী। ঐতিহ্যবাহী থেকে শুরু করে আধুনিক জাঁকজমক সাজের সঙ্গে মানায় এমন সব গয়না পাওয়া যাবে এখানে। হাতের পলা, বালা, পায়ের নূপুর, ব্রুচ, নেকলেসসহ বিভিন্ন ধরনের ও বৈচিত্র্যপূর্ণ নকশার সমাধান থাকবে রঙবতীতে। বিবির পাবণ উপলক্ষে থাকবে নতুন নকশার ঝুমকো বালা থেকে শুরু করে কানের টপস, হাতের ব্রেসলেট।
বাংলাদেশের একেবারে নিজস্ব পণ্য পাটের ব্যাগ নিয়ে পাবণে হাজির থাকবে কালিন্দী। দাম, মান ও বর্তমান চাহিদাকে প্রাধান্য দিয়ে পাটের ব্যাগে বৈচিত্র্য আনতে চেষ্টা করছে উদ্যোগটি। আধুনিক নকশায় চমৎকার সব ব্যাগ পাওয়া যাবে এখানে। বিবির পাবণের চমক হিসেবে থাকবে পাটের তৈরি ফ্লোরম্যাট।
পাবণের আরেক বৈচিত্র্য হলো বুকস অব বেঙ্গল। দুই বাংলার বইপ্রেমীদের কাছে জনপ্রিয় বুকস অব বেঙ্গল তার পসরা নিয়ে থাকবে পাবণে। মূল আকর্ষণ হিসেবে থাকবে আনন্দ প্রকাশের প্রচুর আউট অব স্টক বইয়ের কালেকশন।
অনলাইন কেক শপের জগতে জনপ্রিয় নাম পুনিজ কিচেন। ঘরে বানানো মজাদার ফ্লেভারের কেক ও স্ন্যাক্স নিয়ে এবারের পাবণে থাকবে উদ্যোগটি।