ভ্রমণ ডেস্ক
ইন্টারন্যাশনাল মাউন্ট এভারেস্ট ডে উপলক্ষে নেপাল দূতাবাস ও বিএমটিসি যৌথভাবে একটি আলোকচিত্র প্রদর্শনী করতে যাচ্ছে। আগামীকাল থেকে সেগুনবাগিচার জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হচ্ছে এটি। চলবে আগামী ২ জুন পর্যন্ত। প্রদর্শনীটির শিরোনাম ‘মাউন্টেন মেমোরিস: কানেকটিং পিকস অ্যান্ড পিপলস’।
এতে প্রদর্শিত হবে বাংলাদেশের উল্লেখযোগ্য ১৮ জন পর্বতারোহী এবং নেপালের প্রখ্যাত ৪ শেরপার তোলা হিমালয়ের জীবন ও প্রকৃতি বিষয়ে ১০০ ছবি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং বিএমটিসি প্রতিষ্ঠাতা ইনাম আল হক। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১ থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
সূত্র: বিএমটিসি