ক্যারিয়ার বিষয়ে এখনকার শিক্ষার্থীদের মধ্যে আলাদা চিন্তাভাবনা আছে। এগুলোর প্রতিফলন দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবগুলো দেখলে। লেখাপড়া শেষ করে সচরাচর সবারই একটা ভালো চাকরি করার ইচ্ছা থাকে। কিন্তু অনেক শিক্ষার্থীই পড়ালেখা শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন নাকি বিসিএস ক্যাডার, ব্যাংকার, করপোরেট চাকরি, উদ্যোক্তা হবেন, তা নিয়ে থাকেন দ্বিধাগ্রস্ত।
আর এমন সিদ্ধান্তহীনতায় নষ্ট হয়ে যায় অনেকটা সময়। এসব শিক্ষার্থীকে সহায়তার জন্য কাজ করে যাচ্ছে হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। সংগঠনটির স্লোগান ‘ব্রেক ডাউন বেরিয়ার, বুস্ট আপ ক্যারিয়ার’। ক্যারিয়ার ক্লাব ছাত্রদের জন্য প্রতি সপ্তাহে কুইজ প্রতিযোগিতা, ইংলিশ বলার প্রতিযোগিতার আয়োজন করে। এ ছাড়া নিয়মিত চাকরির বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা এবং চাকরির প্রস্তুতি বিষয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে।
২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ‘কেরিয়ার আলাপন’ নামের একটি সেমিনার করে আসছে নিয়মিতভাবে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।