হোম > জীবনধারা

অনলাইনে গাছ কেনাবেচা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাছ ভালোবাসেন অনেকেই। কারণ, গাছ মন উৎফুল্ল করে। গাছের সান্নিধ্যে দূর হয়ে যায় শরীরের ক্লান্তি আর মনের বিষণ্ণতা। ঘর কিংবা মনের যত্নে অনলাইন থেকে কিনতে পারেন গাছ কিংবা ইনডোর প্ল্যান্ট। এতে আপনার ঘরের শোভা বাড়বে, মন থাকবে ভালো। বসার ঘর, পড়ার টেবিল, ঘরের কোনা, দেয়াল, সোফার পাশ অথবা জানালার গ্রিল গাছ দিয়ে অল্প পরিশ্রমে সাজানো যায়।

অনলাইনে কেনার সুবিধা

•    ইনডোর প্ল্যান্ট পছন্দ করতে বাইরে যেতে হবে না। অল্প সময়ে অনেকগুলো নার্সারির পেজ বা গ্রুপে ঘুরে আসতে পারবেন। তাতে আপনার সময় ও অর্থ দুটোই বাঁচবে।
•    ডেলিভারি চার্জ দিলে ঘরে বসেই পেয়ে যাবেন আপনার পছন্দের ইনডোর প্ল্যান্ট।
•    নিজের পুরোনো ইনডোর প্ল্যান্ট অন্যের সঙ্গে অদলবদলও করে নিতে পারবেন।

যে বিষয়গুলো খেয়াল রাখবেন

•    ভালো নার্সারির পেজ বা গ্রুপে প্রচুর মানুষের উপস্থিতি থাকে। সেটা বোঝা যাবে সদস্যদের পোস্ট ও মন্তব্য দেখে। পেজ বা গ্রুপ কর্তৃপক্ষ ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন কিংবা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন। প্রচুর মানুষের আনাগোনা আছে এমন পেজ বা গ্রুপ থেকে পছন্দের ইনডোর প্ল্যান্ট কিনুন।
•    নার্সারি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করার জন্য ফোন নম্বর নিয়ে রাখুন।
•    যে ধরনের ইনডোর প্ল্যান্ট কিনতে চান, তার বিস্তারিত জানিয়ে রাখুন নার্সারি পেজ বা গ্রুপের ইনবক্স অথবা নিজের পোস্টে।
•     টাকা-পয়সা লেনদেনের জন্য বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করুন।

পিৎজার দাম ১৫ হাজার টাকা

নেপালে অ্যাডভেঞ্চার বাঞ্জি জাম্পিং ও প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ

রোমাঞ্চকর রেইছা ঝিরির পথে

চার মাসব্যাপী বাহা উইন্টার ফেস্টিভ্যাল

এ বছরের ট্রেন্ডে থাকছে একক ভ্রমণ প্রবণতা

৬ বছর ভাত, ফল, সবজি না খেয়ে অদ্ভুত অভিজ্ঞতা ইসাবেলার

আফরিনের ডেনিম ফিউশন

রুক্ষ ত্বকের যত্নে যা করবেন

চুলের স্টাইলিংয়ে নতুন ধারা

শখের জিনিসে টাকা অপচয় হচ্ছে না তো

সেকশন