হোম > জীবনধারা > ফ্যাশন

এই ঈদের ট্রেন্ড সেটার কি পেস্তা রং

জীবনধারা ডেস্ক

ফ্যাশনের প্রসঙ্গ এলে বলিউডে চোখ রাখতেই হয়! বলিউড অভিনেত্রীরা বরাবরই ট্রেন্ড সেটার। আর সেই ট্রেন্ড হু হু করে ছড়িয়ে পরে এপার থেকে ওপার, সীমা ছাড়িয়ে। এবার বলিউড ইন্ডাস্ট্রি মেতেছে পেস্তা বাদামের রঙে। হালকা সে সবুজ রঙের পোশাক গায়ে জড়িয়ে ভক্তদের হৃদয় কেড়ে নিচ্ছেন বলিউড নায়িকারা। ঐতিহ্যবাহী লেহেঙ্গা থেকে এ সময়ের পোশাক, সবখানেই যেন রাজত্ব করছে পেস্তা রং। একেক সময়ে একেক রং পোশাকআশাকে প্রভাব বিস্তার করে। আর এখন বোধ হয় পেস্তা রংই দাপিয়ে বেড়াবে কিছুদিন। 

এই রঙের প্রভাব এড়াতে পারেননি বলিউডের চলতি সময়ের জনপ্রিয় নায়িকারা। অনন্যা পাণ্ডে, সোনম কাপুর, কিয়ারা আদভানি ও আলিয়া ভাটের ইনস্টাগ্রামে পাওয়া গেছে পেস্তা রঙের পোশাকের এমন কিছু জাঁকালো ছবি। এই ঈদে কি এই পেস্তা রংই হতে যাচ্ছে ট্রেন্ড সেটার?

পেস্তা-সবুজ রঙের লেহেঙ্গা, ম্যাচিং জুয়েলারি পরে যে কনটেমপোরারি লুক এনেছেন নিজের সাজপোশাকে, তাতে অনন্যা পাণ্ডের ওপর থেকে চোখ সরানোই দায়। আধুনিক দেশি কন্যা বলতে যা বোঝায়, তিনি যেন তা-ই। ফলে স্পটলাইট তো তাঁকে ঘিরেই থাকবেই, তাই না?বলিউড পাড়ায় ফ্যাশন আইকন হিসেবে সোনম কাপুরের নাম আছে। নিজের ফ্যাশনধারা দিয়ে বরাবরই সবাইকে মুগ্ধ করেছেন এই অভিনেত্রী। সব সময় পরার উপযোগী আনারকলি সেট ও ভারতীয় গয়নায় তাঁর এই লুক যেন বরাবরের মতোই হৃদয় হরণ করেছে ভক্তদেরপোশাক হোক বা মেকআপ, কিয়ারা আদভানি বরাবরই মিনিমালিস্টদের দলে। ফলে পেস্তা সবুজ রং যে তাঁর মনে ধরবে এ কথা বলার অপেক্ষা রাখে না। সিল্কের পেস্তা রঙা লেহেঙ্গায় গোলাপি ফুলেল নকশা ও মিনিমাল গয়না, সবটা মিলে স্নিগ্ধরূপেই ধরা দিলেন তিনি।

সিনেমা, অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা রিয়্যালিটি শো সবখানেই আলিয়া ভাট ন্য়ুড মেকআপেই হাজির হন। ইনস্টা থেকে পাওয়া পেস্তা রঙা জমকালো লেহেঙ্গার বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। ভারতীয় ধাঁচের মিনিমাল গয়নায় ‘সিম্পল অ্যান্ড সুইট’ লুকে হাজির হয়েছেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

উৎসবে ঘরের আবহ বদলে দেবে আলোর ব্যবহার

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

ফুরিয়ে আসা লিপস্টিকে নতুন প্রসাধনী

ফিরে ফিরে আসে ষাটের দশকের মেকআপ

রাশি মেনে লিপস্টিক পরছেন তো?

এই শীতে চুলের সেরা ৫ রং

দশমীতে ধুতি-পাঞ্জাবির মেলবন্ধন

আটপৌরে লাল-সাদায় পূজার আনন্দসাজ

‘শাড়ির পোকা’ স্বস্তিকার মতো পূজায় সাজুন শাড়িতে

৫ ধাপে শাড়ি পরা সহজ হবে উৎসবে