Ajker Patrika
হোম > জীবনধারা > ক্যাম্পাস

চট্টগ্রাম কলেজের বন্ধ হোস্টেল চালু হবে কবে

হুমাইরা খানম জেরীন

চট্টগ্রাম কলেজের বন্ধ হোস্টেল চালু হবে কবে

২ জানুয়ারি ১৫৫ বছরে পদার্পণ করেছে চট্টগ্রাম কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ হাজার। আছেন ১৬৯ জন শিক্ষক ও ৪০০ জন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী। শিক্ষার্থীদের এই সংখ্যার বিপরীতে হোস্টেল রয়েছে মাত্র ৭টি।

আবাসিক হোস্টেলগুলো বন্ধ থাকায় হাজার হাজার গরিব ও মেধাবী শিক্ষার্থী পড়াশোনা করতে এসেও যেন থমকে যাচ্ছেন। বসবাসের সংকটের কারণে অনেক শিক্ষার্থী পড়েন বিপদে; বিশেষ করে যাঁরা চট্টগ্রাম শহরের বাইরে থেকে এখানে পড়তে আসছেন।

২০১৫ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাজনৈতিক সংঘর্ষ সৃষ্টি হয়। সে ঘটনার জেরে ওই দিনই কলেজের শেরেবাংলা ছাত্রাবাস, শহীদ সোহরাওয়ার্দী ছাত্রাবাস, ড. আবদুস সবুর চৌধুরী ছাত্রাবাস ও হজরত খাদিজাতুল কোবরা (রা.) ছাত্রীনিবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ঐতিহাসিক এ কলেজের রাজনৈতিক পরিস্থিতি পরবর্তী সময়ে স্বাভাবিক হলেও খুলে দেওয়া হয়নি হোস্টেলগুলো। এরই মধ্যে ছাত্রীদের একটি হোস্টেল খুলে দিলেও কলেজ প্রশাসন বাকি হোস্টেল খোলার কোনো পদক্ষেপ আজও নেয়নি। শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তার কথা বিবেচনা করে অনতিবিলম্বে বন্ধ হোস্টেল চালু এবং নতুন হোস্টেল তৈরির জন্য কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ডিগ্রির সীমানা পেরিয়ে সম্ভাবনার পথে

কৃষি গবেষণায় বাংলাদেশের উজ্জ্বল মুখ

পাবিপ্রবিতে বসন্তের ছোঁয়া

বাকৃবি শিক্ষার্থীদের শিক্ষাসফর

বুয়েট ক্যাম্পাসে হুয়াওয়ের রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন

ঝিনাইদহে স্কুলশিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো ‘রেক্সল’ হাত ধোয়া কর্মসূচি

গাকৃবিতে সিড টেকনোলজির সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন ২০২৫ সম্পন্ন, স্বর্ণপদক পেলেন ১৯ শিক্ষার্থী

গণমাধ্যমে কর্মরত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে মিলনমেলা