হোম > জীবনধারা > ক্যাম্পাস

ঘুড়ি উৎসবে মাতল খুলনা বিশ্ববিদ্যালয়

রুবায়েত হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়

নীল আকাশে উড়ছে বিভিন্ন আকার, আকৃতির ও রংবেরঙের ঘুড়ি। রঙিন ঘুড়িতে ছেয়ে গেছে আকাশ। এগুলোতে ইগল, সাপ, জাতীয় পতাকাসহ শিশুদের পছন্দের বিভিন্ন কার্টুন চরিত্র ফুটে উঠেছে। এ ছাড়া ওড়ানো হয়েছে ড্রাগন ঘুড়ি, সিরিজ ঘুড়ি, পকেট ঘুড়ি, স্ট্যান্ড ঘুড়িসহ ছোট-বড় বিভিন্ন রঙের ঘুড়ি। কেউ একে অন্যের সুতা কাটছেন। কখনো একটি ঘুড়ি অন্যটিকে ছাড়িয়ে উঠে যাচ্ছে নীলিমায়। অনেকেই দাঁড়িয়ে উপভোগ করছেন মনোরম এই দৃশ্য। খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এমন বর্ণিল ঘুড়ি ওড়ানোর সুযোগ পেয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীরা ফিরে গেলেন শৈশবে।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় এ ঘুড়ি উৎসব। উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, দর্শনার্থী—সবাই নানান রঙের ঘুড়ির খেলা উপভোগ করছেন। চৈত্র হলো বসন্ত বিদায়ের মাস। এ সময় মুক্ত আকাশ ভরে ওঠে রঙিন সব ঘুড়ির মেলায়। সেই স্বাদ, সেই আনন্দ আংশিক ফিরিয়ে আনার প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আয়োজন করেন ঘুড়ি উৎসবের। বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এবং ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এর উদ্বোধন করেন ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন। তিনি জানালেন, পুরোনো দিনের ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতেই এমন আয়োজন।

উদ্বোধনের পরপরই বিভিন্ন আকার, আকৃতি ও রংবেরঙের বহুসংখ্যক ঘুড়িতে আকাশ ছেয়ে যায়। তৈরি হয় মনোরম দৃশ্যের। এ সময় দর্শনার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মাঠ মুখর হয়ে ওঠে। ধীরে ধীরে বাড়তে থাকে ভিড়। মাঠজুড়ে চলে উৎসবের আমেজ। বন্ধুদের সঙ্গে ঘুড়ি উৎসবে এসেছিলেন শিক্ষার্থী রাফিদ রহমান। ঘুড়ি উড়িয়ে, নাগরদোলায় চড়ে তিনি যে উচ্ছ্বসিত, সেটা বোঝা গেল তাঁর চোখ-মুখ দেখেই।

ঘুড়ি উৎসবের পাশাপাশি এদিন ছিল নাগরদোলা, মোরগ লড়াই, হাঁড়ি ভাঙা আর লাঠিখেলা। ঘুড়ি উৎসবের আয়োজক ব্যাচের শিক্ষার্থী নাজমুস সাকিব জানান, পুরোনো দিনের ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এই ঘুড়ি উৎসবের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তাঁদের এই আয়োজন। 

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

সেকশন