ফারিয়া রহমান খান
আধুনিক ডিজাইনের চামড়ার আসবাব এখন অনেকের পছন্দের শীর্ষে। তবে চামড়ার আসবাব কেনার পর ঠিকঠাক যত্ন নেওয়া না হলে দ্রুত নষ্ট হয়ে যেতে থাকে। অন্যান্য আসবাবের চেয়ে চামড়ার আসবাবের যত্ন ও রক্ষণাবেক্ষণ একটু ভিন্ন ধাঁচের হয়।
সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় চামড়ার আসবাব রাখা উচিত নয়। সূর্যের আলো ও তাপে এসব আসবাবের রং ও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। পাশাপাশি চামড়া ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে। সরাসরি এসির নিচেও চামড়ার আসবাব রাখা ঠিক নয়। অতিরিক্ত তাপ বা ঠান্ডা—দুটোই চামড়ার আসবাবের স্থায়িত্ব নষ্ট করে। তাই এ ধরনের আসবাব এমন জায়গায় রাখা উচিত, যা খুব বেশি ঠান্ডাও নয়, আবার সরাসরি সূর্যের আলো পড়ে না।
চামড়ার আসবাব পরিষ্কারের ক্ষেত্রে সাবান বা পানি ব্যবহার করবেন না। এতে চামড়ার রং নষ্ট হয়ে যাবে। সাধারণত এ ধরনের আসবাব প্রতিদিন শুকনো কাপড় দিয়ে একবার করে মুছে নিলেই ধুলো-ময়লা দূর হয়ে যায়। তবে চামড়ার আসবাব খুব বেশি ময়লা হলে আধা কাপ অলিভ অয়েলের সঙ্গে এক কাপের ৪ ভাগের ১ ভাগ ভিনেগার মিশিয়ে তা দিয়ে পরিষ্কার করতে পারেন।
সহজে পরিষ্কার করার জন্য বাজার থেকে লেদার ক্লিনিং স্প্রেও কিনে নিতে পারেন। তা ছাড়া চামড়ার আসবাব পরিষ্কারের জন্য এখন অনেক পেশাদার ক্লিনার রয়েছেন। বছরে একবার তাঁদের দিয়ে ডিপ ক্লিন করে নিলে অনেক দিন ভালো থাকবে এসব আসবাব।
চামড়ার একদম নতুন আসবাব কেনার সঙ্গে সঙ্গে পেশাদার কারও কাছ থেকে লেদার প্রটেক্টর দিয়ে মুড়িয়ে নিতে পারেন। এতে আসবাব নষ্টের ভয় থাকবে না।
বাসা বদলানোর সময় সতর্ক না থাকলে এ ধরনের আসবাবের অনেক ক্ষতি হতে পারে। তাই বাসা বদলের সময় ভালো করে কাপড় বা পলিব্যাগ দিয়ে মুড়িয়ে নিতে হবে। আবার বাসাতেই যদি এ ধরনের আসবাবের জায়গা পরিবর্তন করতে চান, সে ক্ষেত্রেও সাবধানে করতে হবে। চামড়ার আসবাব কখনোই দেয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখবেন না। এতে দাগ পড়তে পারে।
সূত্র: এইচজিটিভি