Ajker Patrika
হোম > জীবনধারা > জেনে নিন

চুল কালো করতে ব্ল্যাক টি

ফিচার ডেস্ক

চুল কালো করতে ব্ল্যাক টি

‘চুল পাকিলে লোকে হয় না বুড়ো...’ এটি গান হিসেবে শ্রুতিমধুর হলেও বাস্তবে মানুষ কালো চুলই পছন্দ করে। সাদা চুল কালো করতে যাঁরা মেহেদি রং পছন্দ করেন না, তাঁরা ব্যবহার করতে পারেন ব্ল্যাক টি। এটি সাদা চুল কিছুটা কালো করে এবং চুলে উজ্জ্বলতা ফিরিয়ে দিতে পারে।

সাময়িক রং

‘জার্নাল অব মেডিকেল সায়েন্সেস’-এ প্রকাশিত একটি গবেষণার তথ্য অনুযায়ী, ব্ল্যাক টি-তে থাকে ট্যানিনস। এই উপাদান চুলের রং কিছুটা কালো করে। চুল সাদা হওয়ার শুরুতে এটি খুব ভালো কাজে দেয়। তবে প্রতিবার ধোয়ার সঙ্গে সঙ্গে এই রং ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকে। ফলে চাহিদামতো কালো রং বজায় রাখতে ব্ল্যাক টি পুনরায় ব্যবহার করতে হবে।

মাথার ত্বকের সুস্বাস্থ্য

ব্ল্যাক টি উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। ফলে এটি মাথার ত্বককে ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। এ ছাড়া এতে উপস্থিত ক্যাফেইন মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে সহায়ক।

চুলের বৃদ্ধি

ব্ল্যাক টি ব্যবহার চুলের বাড়ার জন্যও উপকারী। এতে থাকা ক্যাফেইন চুল পড়ার সঙ্গে সম্পর্কিত ডাইহাইড্রো টেস্টোস্টেরোন নামক হরমোনের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করে।

শুধু ব্ল্যাক টি চুলে ব্যবহার করা যায়। তবে ব্ল্যাক টি কফি, গ্রিন টি, অ্যাপল সিডার ভিনেগারের সঙ্গে মিশিয়েও চুলে স্প্রে করা যেতে পারে।

গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই পেতে

গরম না ঠান্ডা চা, স্বাদ ও স্বাস্থ্যগত উপকারিতায় কোনটি এগিয়ে

অতিরিক্ত ক্ষুধা কমাতে ৬ প্রোটিনসমৃদ্ধ খাবার

রসাল ও মিষ্টি তরমুজ চেনার সহজ উপায়

আইসিং সুগার দিয়ে ঠোঁট স্ক্রাব করুন

ঈদের ছুটি কি স্মার্টফোনেই বরবাদ করছেন, মেনে চলুন এসব টিপস

কখন বুঝবেন প্লাস্টিকের পাত্রটি আর ব্যবহার উপযোগী নেই

খাটুনি ছাড়াই আভিজাত্যময় লুকের অনুপ্রেরণা জোগাচ্ছেন প্রাজক্তা কোলি

কর্মজীবী নতুন মায়েদের জন্য আলিয়া ভাটের পরামর্শ

সুগার ফ্রি এবং নো অ্যাডেড সুগার: পার্থক্য কী?