হোম > জীবনধারা > জেনে নিন

বিশাল প্রমোদতরি কিনলেন মার্ক জাকারবার্গ

অনলাইন ডেস্ক

নিজের জন্য ৩০ কোটি ডলার মূল্যের প্রমোদতরি কিনেছেন মেটা প্ল্যাটফর্মের সিইও ও বিলিয়নিয়ার মার্ক জাকারবার্গ। লঞ্চপ্যাড নামের ২৮৭ ফুট লম্বা এ প্রমোদতরিটি কয়েক দিন আগেই আমেরিকা এসে পৌঁছেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য সান ও নিউইয়র্ক পোস্ট। 

প্রমোদতরিটির বিষয়ে মেটা প্ল্যাটফর্মস ও জাকারবার্গের মুখপাত্রের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি জাহাজটি এর প্রথম আনুষ্ঠানিক যাত্রা সম্পন্ন করেছে। ছবিতে গাঢ় নীল রঙের লঞ্চপ্যাডে একাধিক ডেক দেখা যায়। 

প্রমোদতরিটির ওজন পাঁচ হাজার টন হতে পারে বলে অনুমান করছে সুপারইয়াট টাইমস। এটি ২৪ নট গতিতে চলতে পারে বলে জানা গেছে। নেদারল্যান্ডসের সুপরিচিত প্রমোদতরি নির্মাতা ফেডশিপ এই সুপারইয়ট তৈরি করেছে। 

বোট ইন্টারন্যাশনালের মতে, বর্তমানে ১০০ মিটারের বেশি দীর্ঘ মাত্র ৭০টি মোটর ইয়ট রয়েছে। অন্য প্রমোদতরিগুলোর কয়েকটি অন্যান্য বিলিয়নিয়ারের কাছে আছে বলে ধারণা করা হয়। 

দ্য সানের প্রতিবেদন অনুসারে, ১১৮ মিটার দীর্ঘ এই লঞ্চপ্যাডটি কিনতে ৯ অঙ্কের অর্থ খরচ করেছেন জাকারবার্গ। তবে নিজের জন্য এমন ব্যয়বহুল উপহার কিনতে যথেষ্ট পরিমাণে সম্পদের পাহাড়ও তৈরি করেছেন তিনি। ফোর্বস বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্তও জাকারবার্গের সম্পদের মোট মূল্য ছিল ১৭ হাজার ৮০০ কোটি। 

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের করপোরেট প্যারেন্ট মেটা প্ল্যাটফর্ম রয়েছে তাঁর। প্রায় ২০ বছর আগে তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন। গত ফেব্রুয়ারিতে তিনি ফেসবুকে লেখেন, ‘২০ বছর আগে আমি একটি জিনিস তৈরি করেছিলাম। এ পথচলায় অনেকে আমাদের সঙ্গে জড়িত হয়েছিল এবং একসঙ্গে আমরা আরও অনেক অসাধারণ জিনিস তৈরি করেছি। আমরা এখনো কাজ করে যাচ্ছি এবং আমাদের সেরাটা দেওয়া এখনো বাকি।’

কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটাভার্সকে মেটা প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি ফোকাস হিসেবে চিহ্নিত করেছেন তিনি।

পাকা কলা ৭ দিন ভালো রাখার ঘরোয়া পাঁচটি উপায়

পরিবেশবান্ধব পণ্য হিসেবে বিকল্পের জনপ্রিয়তা

কাজে গড়িমসি পিছিয়ে দিচ্ছে আপনাকে, মুক্তি মিলতে পারে ৮ উপায়ে

শীতে কফি গরম রাখার ৫ টিপস

জনপ্রিয় হয়ে ওঠা ‘স্লিপ ডিভোর্স’ আসলে কী

চিনি খেলে ত্বকে যা হয়

যেভাবে গরম পানি ব্যবহার করবেন

মেয়েরা কোন ছেলেদের বেশি পছন্দ করে

মা-বাবার বিচ্ছেদে সন্তান যে ১১ সমস্যায় পড়তে পারে

টমেটো খাওয়ার ১৭ উপকারিতা

সেকশন