ভ্যাপসা গরমের মধ্যে একপশলা বৃষ্টি স্বস্তির, কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ এই বৃষ্টি আবহাওয়াকে করে তুলছে স্যাঁতসেঁতে আর বাতাসে বাড়িয়ে তুলছে আর্দ্রতা। এর প্রভাব পড়ছে আমাদের বাড়ি ও আসবাবে। এমন আবহাওয়ায় বিভিন্ন রোগজীবাণু ও ছত্রাক দ্রুত বংশবিস্তার করে। ফলে বিভিন্ন সংক্রমণজনিত রোগ হওয়ার প্রবণতা বেড়ে যায়।
ঘরের স্যাঁতসেঁতে ভাব যেভাবে দূর হবে
- বর্ষাকালে ঘর স্যাঁতসেঁতে হওয়ার প্রধান কারণ, পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো ও বাতাস প্রবেশ করতে না পারা। তাই প্রতিদিন যাতে ঘরে আলো-বাতাস প্রবেশ করতে পারে, সে ব্যবস্থা করে দিতে হবে। দিনের যে সময় সবচেয়ে বেশি রোদ থাকে, সে সময় ঘরের জানালা ও দরজা খুলে রাখতে হবে।
- অনেকে বৃষ্টি পড়লেও ঘরের দরজা-জানালা খোলা রাখে। কিন্তু এ সময় আর্দ্র বাতাস ঘরকে আরও বেশি স্যাঁতসেঁতে করে তোলে। ফলে ঘরজুড়ে অস্বস্তিকর গন্ধ তৈরি হয়। এটা দূর করার ক্ষেত্রে বাজারে প্রচলিত রুম স্প্রে ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা মনে রাখতে হবে। তাই লেবুপাতা ও দারুচিনি পানিতে ভিজিয়ে রেখে প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি করে নিতে পারেন দুর্গন্ধনাশক। এটি ব্যবহারের ফলে ঘরের দমবন্ধ করা গন্ধ দূর হবে এবং ঘর সজীব হয়ে উঠবে।