কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
ব্যাগ কেনার আগে কিছু বিষয় বিবেচনায় রাখা ভালো। ব্যাগের আকার ও রং ব্যবহারকারীর ব্যক্তিত্বে ছাপ রাখে বেশ গভীরভাবে। তাই কোন ব্যাগ কেন ব্যবহার করা হয়, কোন ব্যাগের রং কী প্রকাশ করে, সেগুলো বিবেচনায় রাখা ভালো।
যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে
ভেতরে জায়গা থাকতে হবে
ব্যাগের কথা এলে জিপার বা ক্ল্যাপ ক্লোজার এবং ভেতরের অবস্থা কেমন, সেটি সন্ধান করা গুরুত্বপূর্ণ। এ সময় ব্যাগ নির্বাচন করার ক্ষেত্রে শীতের কথা বিবেচনায় রাখতে হবে। শীতকালে ব্যাগে অনেক কিছুই রাখতে হয়। তাই এটি নির্বাচনের আগে দেখে নিতে হবে, এর ধারণক্ষমতা কেমন। শীতের জিনিসপত্র যে ব্যাগের ভেতরে যত সহজে রাখা যাবে, সেই ব্যাগ তত ভালো হবে। ব্যাগে এমন জায়গা থাকতে হবে, যেন সেখানে সহজে একটা পাতলা শাল এঁটে যেতে পারে। যাদের বেশিক্ষণ বাড়ির বাইরে থাকতে হয়, তাদের ক্ষেত্রে একটু বড় ব্যাগ নেওয়াই ভালো; যেন শীতকালীন অনুষঙ্গ, যেমন ক্যাপ, গ্লাভস, স্কার্ফ এমনকি একটি অতিরিক্ত সোয়েটারও সেই ব্যাগে নেওয়া যায়।
পানিপ্রতিরোধী হতে হবে
ব্যাগটি পানিপ্রতিরোধী হওয়া ভালো। কারণ, শীতের আবহাওয়া বোঝা দায়। হুট করে বৃষ্টি নামলে যেন জিনিসপত্র ভিজে না যায়, সে বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
একাধিক চেম্বার থাকতে হবে
ব্যাগের একাধিক চেম্বার বা আলাদা জায়গা থাকা জরুরি; যাতে বিভিন্ন ছোট ছোট অনুষঙ্গ; যেমন চাবি, লিপজেল, লিপস্টিক, টাকা, সানগ্লাস কিংবা ভেসলিন ইত্যাদি আলাদা করে রাখা যায়। এতে সময়মতো সেগুলো খুঁজে পাওয়া যাবে।
এ কারণে চেম্বারওয়ালা ব্যাগ কেনায় নজর দিতে পারেন। যাঁরা এক ব্যাগেই সব নিয়ে অফিসে যান, তাঁদের ক্ষেত্রে ব্যাগে ল্যাপটপ, চাবি, ঠোঁটের গ্লস, মানিব্যাগ, গ্লাভস কিংবা টুপি বহন করা যাবে, এমন ব্যাগ নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে ভালো মানের চামড়ার ব্যাগ নিতে পারেন। এগুলো সহজে ছিঁড়ে বা ফেঁসে যাওয়ার আশঙ্কা কম থাকে।
ব্যাগের রঙে ব্যক্তিত্বের প্রকাশ
ব্যাগের রঙের ওপর অনেক কিছু নির্ভর করে; বিশেষ করে মানুষের ব্যক্তিত্বের একটা অংশ এর মাধ্যমে প্রকাশ পায়। কারণ, একেক রঙের ব্যাগ একেক রকম বার্তা প্রকাশ করে।
কালো রঙের ব্যাগ ব্যক্তিত্বের দৃঢ়তা প্রকাশ করে। অন্যদিকে সাদা রং ব্যয় কমানোর দিকে ইঙ্গিত করে। বাদামি রং মাটির সঙ্গে যুক্ত। এই রঙের ব্যাগ মানুষের আয় ভালো রাখে বলে বিশ্বাস করা হয়। কমলা রঙের ব্যাগ সৃজনশীলতা প্রকাশ করে। গোল্ডেন বা সোনালি রঙের ব্যাগ পরিচিতি বোঝায় আর সিলভার বা রুপালি রঙের ব্যাগ বন্ধুদের মধ্যে জনপ্রিয়তা বাড়ায়। নীল রঙের ব্যাগ লক্ষ্যের স্থিরতা ও দূরদৃষ্টি বাড়ায়।
ওদিকে সবুজ রঙের ব্যাগ সবদিকেই সচ্ছলতা ও জনপ্রিয়তা বাড়ায়। লাল রঙের ব্যাগ আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। হলুদ ব্যাগ বোঝায় সাফল্য। তবে কালো, বাদামি বা বেজ রঙের মতো নিরপেক্ষ রংগুলো শীতের যেকোনো পোশাকের সঙ্গে ভালো মানিয়ে যায়।
সবকিছু মিলিয়ে এবার শীতে খুঁজে নিন আপনার মনের মতো ব্যাগ।