Ajker Patrika
হোম > জীবনধারা > জেনে নিন

চুল পড়া রোধে

ফিচার ডেস্ক

চুল পড়া রোধে
ছবি: আজকের পত্রিকা

বিভিন্ন কারণে চুল পড়ে যায়। এতে দুশ্চিন্তার কিছু নেই। কিছু টিপস অনুসরণ করলে চুল পড়ার পরিমাণ কমে যাবে।

» শক্তিশালী ও সুস্থ চুল পেতে বায়োটিন, লোহা ও জিংকের মতো পুষ্টি উপাদানসমৃদ্ধ খাবার খেতে হবে।

» শক্তভাবে বাঁধা চুলের বিভিন্ন স্টাইল, যেমন পনিটেইল, ব্রেইড বা বান এড়িয়ে চলুন। এতে চুল পাতলা হয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

» চুলে স্ট্রেইটনার ও কার্লিং আয়রন ব্যবহার কম করতে হবে।

» স্কাল্প বা মাথার ত্বক তীব্রভাবে ঘষাঘষি করা এড়িয়ে চলতে হবে। নরমভাবে চুলে শ্যাম্পু মালিশ করতে হবে।

» সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে।

» চুলের ক্ষতি ও পড়া রোধ করতে রাসায়নিক ট্রিটমেন্ট কম করতে হবে।

» সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে চুল শুষ্ক

হয়ে ভাঙনপ্রবণ হয়ে উঠতে পারে। সানস্ক্রিন হ্যাট বা ইউভি প্রোটেকট্যান্ট স্প্রে ব্যবহার করে চুল সুরক্ষিত রাখতে হবে।

» চুল হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে। এতে শুষ্কতা ও ভঙ্গুরতা রোধ করা যায়।

» মাথার ত্বকে ম্যাসাজ রক্তসঞ্চালন বাড়ায়। এতে চুল সহজে বাড়ে। প্রতিদিন কয়েক মিনিট আঙুল দিয়ে মাথার ত্বক নরমভাবে ম্যাসাজ করতে হবে।

» নিয়মিত ছাঁটাই চুলের ক্ষতি আরও রোধ করে। পাশাপাশি চুল সুস্থ রাখতে এবং ভাঙন প্রতিরোধে সাহায্য করে।

সূত্র: হেলথ শটস

গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই পেতে

গরম না ঠান্ডা চা, স্বাদ ও স্বাস্থ্যগত উপকারিতায় কোনটি এগিয়ে

অতিরিক্ত ক্ষুধা কমাতে ৬ প্রোটিনসমৃদ্ধ খাবার

রসাল ও মিষ্টি তরমুজ চেনার সহজ উপায়

আইসিং সুগার দিয়ে ঠোঁট স্ক্রাব করুন

ঈদের ছুটি কি স্মার্টফোনেই বরবাদ করছেন, মেনে চলুন এসব টিপস

কখন বুঝবেন প্লাস্টিকের পাত্রটি আর ব্যবহার উপযোগী নেই

খাটুনি ছাড়াই আভিজাত্যময় লুকের অনুপ্রেরণা জোগাচ্ছেন প্রাজক্তা কোলি

কর্মজীবী নতুন মায়েদের জন্য আলিয়া ভাটের পরামর্শ

সুগার ফ্রি এবং নো অ্যাডেড সুগার: পার্থক্য কী?