হোম > জীবনধারা > ফিচার

কাজে ফিরুন নতুন উদ্যমে

মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া

দেখতে দেখতে কেটে গেল আরও এক বছর। পুরোনো বছরের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে এবং ব্যর্থতাকে সফলতার গল্পে পরিণত করতে নতুন বছরে কাজে ফিরুন নতুন উদ্যমে। কাজে ফিরেই যা যা করবেন—

ডেস্ক গুছিয়ে রাখুন
অফিসের ডেস্কটি যদি সাজানো ও গোছানো থাকে, তাহলে কাজে মনোযোগ বাড়বে। তাই নিজের ডেস্ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ডেস্কের কোথায় মনিটর সেট করবেন, কোথায় ফাইলগুলো সাজিয়ে রাখবেন, কোথায় প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন মোবাইল ফোন, চার্জার, পানির বোতল ইত্যাদি রাখবেন, তা ঠিক করে ফেলুন। ডেস্কে পছন্দের দু-একটা শোপিস ও ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন।  

মাসের পরিকল্পনা করে রাখুন
পুরো মাসে কী কী কাজ করবেন, তার তালিকা করে রাখুন। এখন অনেক ধরনের ডিজিটাল সিস্টেমে এগুলো রাখা যায়, এমনকি সেটা আপনার মোবাইল ফোনেও। তাই ডিজিটাল যুগে এগুলো ডিজিটাল রাখাই ভালো। এভাবে কাজ করলে তা সহজ ও দ্রুত হয়। 

সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক
অফিসে যাঁদের সঙ্গে দিনের বেশির ভাগ সময় কাটান, তাঁদের সঙ্গে সুসম্পর্ক রাখা চাই। পুরোনো বছরে কোনো সহকর্মীর সঙ্গে যদি সম্পর্কে বৈরিতা তৈরি হয়, তবে নতুন বছরে তা ঠিক করে নিন। কফি নিয়ে দুজনে আড্ডা দিতে পারেন অথবা নতুন বছরে সহকর্মীদের জন্য ছোট্ট উপহার নিয়েও হাজির হতে পারেন অফিসে।

সময়ানুবর্তিতা
অফিসে সময়মতো পৌঁছানোর চেষ্টা করুন। ঠিক সময়ে প্রবেশ করুন এবং কাজ শেষ করে ঠিক সময়ে বের হোন। এতে রেকর্ড ভালো থাকবে এবং ব্যক্তিগত কাজগুলোও সেরে নিতে পারবেন সহজে।

অফিসের উপযোগী পোশাক
অফিসে ড্রেসকোড থাকলে সেটা মেনে চলুন। আর তা না হলে এমন পোশাক বাছাই করুন, যা পরার পর দেখতে পরিপাটি লাগবে, আবার আরামদায়কও হবে। রঙের ক্ষেত্রে বাছাই করতে পারেন প্যাস্টেল শেডগুলো। 

কর্ম ও ব্যক্তিগত জীবন আলাদা রাখুন 
অফিস সময়ে ব্যক্তিগত কোনো কাজ করবেন না। আবার অফিসের কাজ বাড়ি বয়ে নিয়ে যাবেন না। অফিসের কাজ অফিসেই শেষ করুন। বাড়ি ফিরে পরিবারকে সময় দিন। 

সূত্র: ইকোনমিক টাইমস ও আইডিয়া জেন

এক তরুণের হাত ধরে ভাগ্য ফিরল পুরো গ্রামের

এই ডিসেম্বরে যা কিছু করতে পারেন

ফুলে ফুলে রঙিন হোক বারান্দা

জেনে নিন, স্থায়ীভাবে কোন জায়গাগুলোর ওপর দিয়ে বিমান চলে না

ডিজনির রাজকুমারীরা: রূপকথার হাত ধরে প্রজন্মের শিক্ষা

হাওয়া বদল: সুস্থ থাকার ম্যাজিক দাওয়াই কি হারিয়ে গেল?

বিয়ে করলে নাগরিকত্ব পাবেন যেসব দেশের

ডলারের জন্ম যে শহরে

মন শান্ত রাখে ইনডোর প্ল্যান্ট

রুক্ষতা থেকে চুলকে বাঁচাবেন যেভাবে