হোম > জীবনধারা > ফিচার

মা, শাশুড়ি, নানীর পুরোনো শাড়ি-গয়না পরে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের যেসব তারকারা

জীবনধারা ডেস্ক

আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১৫: ৩৬

মায়ের শাড়ি–গয়না পরে ঘুরে বেড়ানোর অভ্য়েস কোন মেয়েটির নেই বলুন তো! কিন্তু জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন, মানে বিয়েতে মায়ের শাড়ি ও জুয়েলারি পরার ব্যাপারটি যেন অন্যরকম এক স্মৃতি তৈরি করে। সম্প্রতি মায়ের শাড়ি ও জুয়েলারি পরে বিয়ে করেছেন দাবাংখ্যাত সোনাক্ষী সিনহা। তবে শুধু সোনাক্ষীই নন, নিজের বিয়েতে মায়ের ওয়ার্ডরোব থেকে পুরোনো পোশাক পরেছেন আরও অনেক নায়িকাই।

এই তো গেল জুনের ২৩ তারিখ, বিয়ে করলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। বিয়েতে তাঁর সাদামাটা সাজপোশাকই নজর কেড়েছে সবার। বিয়েতে তিনি পরেছিলেন মা পুনম সিনহার আইভরিরঙা ভিন্টেজ শাড়ি ও গয়না।

পরিনীতি চোপড়া বিয়েতে লেহেঙ্গার সঙ্গে কোমরে গুজেছিলেন তাঁর নানির অর্নামেন্টেড চাবির গোছা। তাঁর নানি শাড়ির সঙ্গে কোমরে চাবিসহ বিভিন্ন ধরনের অর্নামেন্টেড চাবির গোছা পরতেন। এই সাজে যখন তিনি পুরো বাড়িতে হেঁটে বেড়াতেন, তখন তাঁকে দেখতে রানির মতো লাগত। এটা ছিল সে সময়কার গৃহকর্ত্রীদের অনন্য এক লুক। আর পরিনীতির এই ইচ্ছেকে পূরণ করতেই ডিজাইনার মনিষ মালহোত্রা তাঁর বিয়ের লেহেঙ্গা তৈরির সময় চাবির গোছাটি সংযুক্ত করে দেন।

স্টাইল আইকন সোনম কাপুর আনন্দ আহুজাকে বিয়ে করেন ২০১৮ সালে। বিয়েতে পরার জন্য তিনি তাঁর মা সুনিতা কাপুরের সংগ্রহ থেকে জুয়েলারি বেছে নেন। ভিন্টেজ এই গয়নায় তিনি সেজে ওঠেন চিরাচরিত ভারতীয় নববধূর সাজে।

কারিনা কাপুর খান তাঁর বিয়েতে শাশুড়ি শর্মিলা ঠাকুরের ব্রাইডাল সারারা পরেছিলেন।

শোনা যায়, প্রিয়াংকা চোপড়া নাকি নিক জোনাসের মায়ের বিয়ের গাউন সেলাই করে নিয়েছিলেন রাল্ফ লরেন থেকে তৈরি করা নিজের বিয়ের গাউনের সঙ্গে।  

ইয়ামি গৌতমকে বিয়ের দিন লাগছিল ‘সিম্পল অ্যান্ড সুইট’। এই দিন তিনি পরেছিলেন, সুতোর কাজ করা তাঁর মায়ের ট্র্যাডিশনাল লাল সিল্কের শাড়ি।

সূত্র: নিউজ১৮ ও অন্যান্য

আপনি কি সিঙ্গেল? এভাবে উপভোগ করুন বছরের শেষ ছুটির দিনগুলো

৩০ বছর পার করল ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ

কী খাচ্ছি, দারুচিনি নাকি সিনামন

আরামের ঘুমের জন্য যা করতে পারেন