হোম > জীবনধারা > খাবারদাবার

বড়দিনে মিষ্টিমুখ

বড়দিন প্রায় চলেই এল। কেক, কুকি আর মিষ্টি খাবার তৈরির এই তো সময়! ঘরেই চটজলদি বানিয়ে ফেলতে পারেন বড়দিনের জন্য কয়েকটি মিষ্টি খাবার। রেসিপি দিয়েছেন সুষান্না এক্কা

চটজলদি ব্রাউনি
উপকরণ

মাখন আধা কাপ, চিনি ১ কাপ, ডিম ২টি, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, কোকো পাউডার ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, ময়দা আধা কাপ, লবণ সামান্য, বেকিং পাউডার পরিমাণমতো।

ফ্রস্টিংয়ের জন্য
গলানো মাখন ৩ টেবিল চামচ, কোকো পাউডার ৩ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, আইসিং সুগার ১ কাপ।

প্রণালি
ওভেন ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন। ৮ ইঞ্চি চৌকো বেকিং ট্রে মাখন দিয়ে গ্রিজ করে ময়দা ছড়িয়ে দিন। একটা বড় সস প্যানে আধা কাপ মাখন গলিয়ে নিন। আঁচ থেকে সরিয়ে চিনি, ডিম, ভ্যানিলা দিয়ে ফেটিয়ে নিন। এর মধ্যে কোকো পাউডার, ময়দা, লবণ, বেকিং পাউডার মিশিয়ে নিন। গ্রিজ করা বেকিং ট্রেতে এই মিশ্রণ ঢেলে প্রি-হিট করা ওভেনে ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন। এই ফাঁকে গলানো মাখন, কোকো পাউডার, মধু, ভ্যানিলা এসেন্স ও আইসিং সুগার মিশিয়ে রেখে দিন। ব্রাউনি হয়ে এলে নামিয়ে ঘন মিহি এই মিশ্রণ ওপরে ছড়িয়ে দিন।

চকলেট চিপস কুকি
উপকরণ

মাখন ১ কাপ, চিনি আধা কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, চকলেট চিপস ৬ আউন্স, ময়দা ৫ গ্রাম, বেকিং সোডা পরিমাণমতো, লবণ ১ চা-চামচ। 

প্রণালি
বেকিং ওভেনের মাঝখানে ট্রে রাখুন এবং ৩০০ ডিগ্রি ফারেনহাইট বা ১৫০ সেন্টিগ্রেড পর্যন্ত প্রি-হিট করুন। মাখন গলিয়ে ঠান্ডা করে নিন। একটি বড় বাটিতে চিনি, মাখন ও ভ্যানিলা বিট করুন। মিহি হওয়া পর্যন্ত মেশান। অন্য একটি বাটিতে ময়দা, বেকিং সোডা ও লবণ মেশান। এবার ঘন মিশ্রণের ওপর ময়দা, বেকিং সোডা ও লবণের শুকনো মিশ্রণটি আস্তে আস্তে ঢালুন এবং অন্য হাতে চামচ নিয়ে ঘন মিশ্রণটি নাড়তে থাকুন, যাতে দলা না পাকায়। এবার ট্রের ওপরে বেকিংশিট বিছিয়ে তৈরি মিশ্রণটি স্কুপ করে রাখুন। চকলেট চিপসগুলো স্কুপের ওপরে ছড়িয়ে দিয়ে চাপ দিন। বেক করুন সোনালি রং না হওয়া পর্যন্ত। আপনি কুকিগুলো কতটা ক্রাঞ্চি করতে চান, তার ওপর নির্ভর করে কতক্ষণ বেক করবেন। কুকি গরম অবস্থায় মাঝখানে একটু নরম থাকে। ওভেন থেকে বের করে ১৫-২০ মিনিট ঠান্ডা করে নেওয়ার পর খেতে পারবেন। ঘরে বানানো এই কুকি এয়ারটাইট বয়ামে এক সপ্তাহ রাখা যায়। 

অতিরিক্ত মিষ্টি বা খাবার খাওয়ার পর সামলে নেবেন যেভাবে

বিশ্ব স্বাদের মঞ্চে সেরা ১০০ রন্ধনশৈলী, বাংলাদেশের স্থান কততম

যেসব বিপজ্জনক খাবার মৃত্যুর কারণ হতে পারে

বিলাসিতার স্বাদে মোড়া পৃথিবীর সবচেয়ে দামি খাবার

এ বছর রন্ধনশৈলীর তালিকায় শীর্ষ ৩০ দেশ

ইউনেসকোর স্বীকৃতি পাওয়া সুস্বাদু খাবার

শীতের বুফে: স্বাদ লুটতে কৌশলগুলো জেনে নিন

এই শীতে ত্বক সুন্দর রাখবে যে ৫ সৌন্দর্যবর্ধক পানীয়

গরুর মাংসের চেয়েও বেশি আয়রন থাকে যেসব খাবারে

যে অভ্যাসগুলো খারাপ নয়, বরং স্বাস্থ্যের জন্য উপকারী