অনলাইন ডেস্ক
দুই দিনের ঢাকা সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের প্রথম দিন বেশ ব্যস্ত সময় কেটেছে তাঁর। তবে এর মধ্যে বাংলাদেশের জনপ্রিয় খাবার ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৪ মে) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক ও এক্স হ্যান্ডলে শেয়ার করা এক ভিডিও ক্লিপে দেখা যায়, ডোনাল্ড লু ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিচ্ছেন। সেলিব্রিটি শেফ রহিমা সুলতানার তৈরি ফুচকা ও ঝালমুড়ি খেয়েছেন তাঁরা। ফুচকা মুখে দিতে দিতে দুজনে বলেন, ‘বাংলাদেশ’জ ফুচকা ইজ দ্য বেস্ট’!
আজ সকালে ঢাকা পৌঁছান ডোনাল্ড লু। সকালে ঢাকায় এসেই চলে যান মার্কিন দূতাবাসে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে নিজের দেশের কূটনীতিকদের মূল্যায়ন শোনেন।
বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন লু। এরপর যোগ দেন নৈশভোজে।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সবগুলো বৈঠকে উপস্থিত ছিলেন।
আগামীকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মামুনের সঙ্গে লুর আলাদা বৈঠকের কথা রয়েছে।