হোম > জীবনধারা > খাবারদাবার

বিদেশি খাবার

শীতে রান্না হোক কাশ্মীরি গোস্তাবা

নীলু ইসলাম

উপকরণ

চার কাপ কিমা, আধা কাপ বাটার বা ঘি, দুটি কালো এলাচির গুঁড়া, ছয়টি সবুজ এলাচির গুঁড়া, এক চা-চামচ করে আদা ও রসুন বাটা, লবণ, গুঁড়া আদা, গোলমরিচের গুঁড়া। সব একসঙ্গে মিশিয়ে দিন।

গ্রেভি বানাতে এবং গ্রেভিতে দেওয়ার জন্য লাগবে চার কাপ দই, একটি ডিম, এক চা-চামচ আদা বাটা, এক চা-চামচ আদার গুঁড়া, দুটি কালো এলাচির গুঁড়া, ছয়টি সবুজ এলাচির গুঁড়া, আধা চা-চামচ লবণ, পাঁচটি লবঙ্গ, পাঁচটি আস্ত সবুজ এলাচি, ছোট দুই টুকরো দারুচিনি, এক টেবিল চামচ করে মৌরি গুঁড়া, ঘি, শুকনো পুদিনা পাতার গুঁড়া। এ ছাড়া এক চা-চামচ গোলমরিচের গুঁড়া এবং আধা কাপ বেরেস্তা।

প্রণালি

প্রথমে মিকার সঙ্গে সব মসলা মিশিয়ে মিটবলের মতো গোল গোল করে বানিয়ে ফ্রিজে রেখে দিন। গোস্তাবা মিটবলের চেয়ে আকারে একটু বড় হয়।

দই খুব ভালো করে ফেটিয়ে রান্নার পাত্রে দিন। সেই পাত্রে একে একে ঘি, পুদিনা পাতার গুঁড়া আর বেরেস্তা বাদে ওপরের সব উপকরণ দিয়ে দিন। কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘি ও পুদিনা পাতার গুঁড়া দিন। চার কাপ গরম পানি দিয়ে তাতে ফ্রিজে রাখা গোস্তাবা বলগুলো দিয়ে দিন। তারপর মিনিট দশেক মাঝারি তাপে রাঁধুন। ফুটে এলে আধা কাপ বেরেস্তা হাতে গুঁড়া করে রান্নার পাত্রে দিয়ে দিন। এখন বেরেস্তা ভাজা তেল গোস্তাবার ওপর ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল মজাদার গোস্তাবা।

ছবি: নীলু ইসলাম

এটি স্যুপের মতো হবে। রুটি, লুচি, পরোটা বা রুমালি রুটি দিয়ে খেতে পারেন। ভাত বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন।

চাইলে এই রেসিপিতে গোলমরিচের গুঁড়া আর স্বাদের জন্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। চাইলে শেষে কাঁচা মরিচও দিতে পারেন ভাত বা পোলাওয়ের সঙ্গে খেলে।

রসুন দীর্ঘদিন সংরক্ষণ করার সহজ ৫ উপায়

সুজির রসবড়া

শিরায় ভেজা পাকন পিঠা

মালাই ভাপা

যত্নে করুন গুড়ের পিঠা-পায়েস

ঐতিহ্যবাহী যেসব খাবার দিয়ে বড়দিন উদ্‌যাপন করে এই ৭ দেশ

বড়দিনের আয়োজনে

বাটা মসলায় নতুন আলু দিয়ে মুরগির মাংস

জলপাইয়ের আচার

পেঁয়াজ ছাড়া মজার রেসিপি

সেকশন