বলিউড তারকাদের মধ্যে ‘নিউইয়ার ভাইভ’ এখনো চলছে। তার ওপর বিভিন্ন দেশে আগামী তিন মাস পর্যন্ত চলবে ভ্রমণের সিজন। বিভিন্ন দেশের বিখ্যাত ও অখ্যাত সৈকতগুলো এখন অপেক্ষা করছে তাদের পূর্ণ যৌবন নিয়ে। তাই এই সময়ে সমুদ্র দেখার আলাদা এক মজা আছে।
ঘুরতে যাওয়া মানেই ছবি আর ভিডিও। সেগুলো চলে যাবে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর বুঝতেই পারছেন, ছবি ও ভিডিও মানেই কিছুটা মেকআপের কারসাজি। হাজার হোক, তারকা বলে কথা। আর এখন চলছে নো মেকআপ ট্রেন্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীরা ফলো করে পছন্দের অভিনেত্রীদের নো মেকআপ লুকগুলো। সে ক্ষেত্রে পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকেন আলিয়া ভাট।
আলিয়া ভাট নিজের নতুন বছর শুরু করেছেন থাইল্যান্ডে। সেখানকার প্রচুর ছবি তিনি ভক্তদের জন্য উন্মুক্ত করেছেন ইনস্টাগ্রামে। সেই সব ছবিতে সৈকতে তাঁকে দেখা গেছে নো মেকআপ লুকে। যাঁরা সৈকতে ভ্রমণের সময় একটু ভিন্ন মাত্রার লুক চান, তাঁরা ৯টি ধাপে সেরে ফেলতে পারেন আলিয়ার নো মেকআপ লুক বা ন্যাচারাল লুক।
১. ক্লিনজ এবং ময়েশ্চারাইজার
প্রথমেই মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এর জন্য হালকা ক্লিনজার ব্যবহার করতে হবে। তারপর একটি হাইড্রেটিং ময়েশ্চারাইজার দিয়ে ত্বক মেকআপের জন্য প্রস্তুত করে নিতে হবে।
২. প্রাইম করুন
একটি মসৃণ এবং হালকা প্রাইমার ব্যবহার করতে হবে। এটি সারা দিন ত্বকে মেকআপ স্থির রাখতে সাহায্য করবে। এমন একটি প্রাইমার বেছে নিতে হবে, যা দাগ বা স্পট মসৃণ করে এবং প্রাকৃতিক আভা দেয়।
৩. টিনটেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম
ভারী ফাউন্ডেশন ব্যবহার করার বদলে টিনটেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম লাগানোর চেষ্টা করতে হবে। এটি ত্বকের টোন সমান করে। এটি ব্যবহারের ফলে ত্বকে তাজা আভা বজায় থাকে।
৪. কনসিলার ব্যবহার
ত্বকের যে জায়গাগুলোর অতিরিক্ত কভারেজ প্রয়োজন, সেগুলোতে কনসিলার ব্যবহার করতে হবে। যেমন চোখের নিচের ডার্ক সার্কেল, নাকের লালচে ভাব বা দাগ ঢাকতে এটি ব্যবহার করতে হবে। কনসিলার লাগানোর জন্য ট্যাপিং মোশন ব্যবহার করুন এবং ন্যাচারাল ফিনিশিংয়ের জন্য ভালোভাবে মিশিয়ে নিন।
৫. ভ্রু সাজান
ভ্রু জোড়া সুন্দর দেখানোর জন্য যখন ফাঁকা জায়গা পেনসিল দিয়ে ভরাট করা হয় বা সমান করা হয়, তখন এমন রং নির্বাচন করতে হবে, যা চুলের সঙ্গে খাপ খেয়ে যায়। একটি স্পুলি দিয়ে ভ্রু জোড়া সোজা করে নিতে হবে, যাতে এর সুন্দর ও ন্যাচারাল লুক আসে।
৬. ন্যাচারাল আইশ্যাডো
চোখ উজ্জ্বল করতে নিউট্রাল ক্রিম বা হালকা বেজ আইশ্যাডো চোখের পাতায় লাগানো যায়। এই ধাপ ঐচ্ছিক। এই ধাপ ভারী মেকআপ না লাগিয়েও ত্বকে সতেজ ছোঁয়া যোগ করে।
৭. মাসকারা
প্রাকৃতিক ও বড় চোখের জন্য ল্যাশে সাবধানে মাসকারা লাগাতে হবে। এর জন্য কেবল কয়েকটি হালকা কোট লাগানোই যথেষ্ট। ক্লাম্পিং এড়িয়ে চলতে হবে।
৮. হালকা ব্লাশ
ত্বকে প্রাকৃতিক লাল আভা পেতে হালকা পিচ বা পিংক টোনের একটি ক্রিম ব্লাশ ব্যবহার করতে পারেন। ব্লাশটি গালের আপ লেসে ব্যবহার করতে হবে। সামান্য ওপরের দিকে লাগালে একটি তাজা গ্লো দেবে।
৯. গ্লসি কোরাল লিপস
ঠোঁটের মৃত কোষ সরাতে লিপ স্ক্রাব দিয়ে এক্সফোলিয়েট করে নিতে হবে। তারপর একটি কোরাল লিপ গ্লস বা টিনটেড লিপ বাম ব্যবহার করতে হবে। এর ফলে তাজা এবং হাইড্রেটেড আভা আসে ত্বকে। লিপ গ্লস লাগানোর আগে নিউড লিপ লাইনার দিয়ে ঠোঁট হালকাভাবে আউটলাইন করে নিতে হবে।
ত্বক সতেজ ও সুস্থ রাখতে নিয়মিত সুষম খাবার, পর্যাপ্ত পানি পান এবং নির্দিষ্ট পরিমাণ ঘুম প্রয়োজন। নইলে যতই মেকআপ করুন না কেন, ফল খুব একটা ভালো হবে না।
সূত্র: পিংক ভিলা