হোম > জীবনধারা > রূপবটিকা

চারকোল মাস্ক শুষ্ক ত্বকের উপযোগী নয়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকায়

প্রশ্ন: আমার দুই হাতে মেছতার মতো ছোপ ছোপ দাগ হচ্ছে। ছিট ছিট এই দাগ কী হতে পারে? কীভাবে এ সমস্যার সমাধান পেতে পারি?

নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।

উত্তর: অনেক সময় রক্তে দূষণ থাকলে ত্বকে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে বিউটি ট্রিটমেন্ট নেওয়ার চেয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে বেশি ভালো হবে। চিকিৎসক এ ক্ষেত্রে ওষুধ সেবন ও অয়েনমেন্ট ব্যবহারের পরামর্শ দিতে পারেন।

প্রশ্ন: সানস্ক্রিন ব্যবহারের ফলে ত্বকে তেলতেলে ভাব দেখা দেয়। ছোট ছোট ব্রণ হচ্ছে। কী করণীয়? শারমিন সুলতানা, কিশোরগঞ্জ।

উত্তর: বাজারে বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। এগুলো ইচ্ছামতো ব্যবহার করা যায়। ত্বক বুঝে সাধারণত সানস্ক্রিন বেছে নিতে হয়। যেহেতু তেলতেলে ভাব দেখা দিচ্ছে, তাই আপনি অয়েল ফ্রি সানস্ক্রিন ব্যবহার করুন। 

প্রশ্ন: চারকোল মাস্ক কি আসলেই ডিপক্লিন করে? মাসে কতবার ব্যবহার করা যাবে এটি? আমার ত্বক শুষ্ক। এই মাস্ক ব্যবহার করলে কি কোনো ক্ষতি হবে?

শিউলি আক্তার, রাঙামাটি।

উত্তর: চারকোল মাস্ক শুষ্ক ত্বকের জন্য খুব একটা ভালো কাজ করে না। এগুলো সাধারণত তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য বেশ ভালো। আপনি চাইলে হাইড্রেটেড শিট মাস্ক ব্যবহার করতে পারেন। 

পরামর্শ দিয়েছেন: শোভন সাহা কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

ই-মেইল: aj@ajkerpatrika.com

রুক্ষ ত্বকের যত্নে যা করবেন

আলিয়া ভাটের ৯ ধাপের ন্যাচারাল লুক

প্রাকৃতিক উপাদানে চীনা নারীদের রূপ-রহস্য

জেন জি তারকার রূপ রহস্য

চুলের যত্ন হোক টমেটো দিয়ে

ত্বকের যত্নে কফি

সংবেদনশীল ত্বকের শীতকালীন রুটিন

ঘরেই বানিয়ে নিতে পারেন খুশকিনাশক তেল

শীতে চুলের যত্নে

অ্যাকটিভ অ্যাকনে থাকলে সানস্ক্রিন এড়িয়ে চলা ভালো

সেকশন