Ajker Patrika
হোম > জীবনধারা > রূপবটিকা

ফেয়ার পলিশ শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট নয়

শারমিন কচি

ফেয়ার পলিশ শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট নয়

ব্লিচ ও ফেয়ার পলিশের মধ্য়ে পার্থক্য কী? কোনটা ত্বকের জন্য ভালো? তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে কোনটা করা ভালো?
সাইয়ারা পারভীন, বগুড়া

মুখে ব্লিচ করাকে শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট বলা যেতে পারে। চটপট মুখে গ্লো আনতে এবং পরিষ্কার ঝকঝকে ত্বকের জন্য মুখে ব্লিচ করা হয়। অন্যদিকে ফেয়ার পলিশ শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট নয়। রাসায়নিক উপাদানের সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে ফেয়ার পলিশের প্যাক তৈরি করা হয়। তৈলাক্ত ত্বকে ফেয়ার পলিশ করা যেতে পারে।

আমার বয়স ৩০ বছর। নাকের দুপাশে রোমকূপ অনেক বড় হয়ে গেছে। আয়নায় তাকালে সেগুলো অনেক বড় দেখা যায়। কী করে রোমকূপ ছোট করা যাবে?
সুস্মিতা, রাজশাহী

নাকের পাশের রোমকূপের মুখ বড় হয়ে গেলে ১ চামচ ওটমিল পাউডারের সঙ্গে আধা চামচ পাতিলেবুর রস সামান্য পানি মিশিয়ে লাগিয়ে দিন। তার ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নাকের ত্বক মসৃণ করতে ১ চা-চামচ মধু, ১০ ফোঁটা লেবুর রস, ২ চা-চামচ গাজরের রস এবং ১ চা-চামচ বেসন একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট রেখে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

দীর্ঘ ফ্লাইটের পরও উজ্জ্বল ত্বক, প্রিয়াঙ্কার মতো এলইডি মাস্ক নিতে পারেন আপনিও

মাথার ত্বকেও দরকার স্ক্রাব

ত্বক কি গরমেও শুষ্ক হয়ে যাচ্ছে

কোল্ড প্রেস কোকোনাট অয়েল ব্যবহার করুন

বৈশাখের মেকআপের জন্য ত্বক তৈরি তো?

ঈদে তুর্কি অভিনেত্রী বুর্জু ওজবের্কের মতো ত্বক পেতে চান? এভাবে যত্ন নিন

গ্লসি বা শিমারিং লিপস্টিক এড়িয়ে চলতে হবে

উৎসবে লিপস্টিক বুলিয়ে নিতে ঠোঁটের প্রস্তুতি

থ্রেডিংয়ের পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিতে হবে

সপ্তাহান্তে ত্বকের যত্ন