ফিচার ডেস্ক
মাথার ত্বকের মৃতকোষই হলো খুশকি। এর কারণে চুলের ক্ষতি হয়। বিশেষজ্ঞদের মতে, কেরাটিনোসাইট নামে পরিচিত নির্দিষ্ট ত্বকের কোষ খুশকির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উপকরণ ও পরিমাণ
যেভাবে বানাবেন
একটি ছোট প্যানে সব উপকরণ দিন। অল্প আঁচে উপকরণগুলো নাড়তে থাকুন বাদামি রং হওয়া পর্যন্ত। তারপর নামিয়ে ঠান্ডা করে পুরো মিশ্রণটি ছেঁকে নিয়ে একটি বায়ুরোধী পাত্রে রাখুন। এ তরল মাথার ত্বক ও চুলে আলতো করে তেল লাগিয়ে সারা রাত রেখে দিন। ভালো ফলের জন্য সপ্তাহে দুবার ব্যবহার করা যেতে পারে।
সতর্কতা
গোলাপ বা নিমে অ্যালার্জি আছে কি না জানতে এ তেল মাথায় ব্যবহারের আগে ত্বকে অল্প ব্যবহার করে দেখতে হবে। চুলের ঘনত্বের ওপর ভিত্তি করে তেল মাথায় ব্যবহার করতে হবে, বেশি দেওয়া ঠিক হবে না। এই তেল চুলে লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করতে হবে। ব্যবহারের পর ত্বকে লাল ভাব, চুলকানি বা চুল পড়া বাড়ার মতো সমস্যা দেখা দিলে এই তেল ব্যবহার বন্ধ করতে হবে।