Ajker Patrika
হোম > জীবনধারা > রূপবটিকা

সংবেদনশীল ত্বক ভালো রাখতে

সংবেদনশীল ত্বক ভালো রাখতে

তৈলাক্ত ও শুষ্ক ত্বকের মাঝামাঝি যে ত্বক, তাতে র‍্যাশ উঠতে পারে। শুষ্ক হয়ে যাওয়া এবং পানি লাগলে জ্বালা করতে পারে। আবার হঠাৎ করে তৈলাক্ত হয়ে যেতে পারে। এ ধরনের ত্বক ভালো রাখতে করণীয় কী?

উত্তর: এ ধরনের ত্বক খুব সংবেদনশীল ও নাজুক। প্রথমে ত্বকের জন্য মানানসই নয় এমন কোনো পণ্য ব্যবহার করা ছেড়ে দিতে হবে। কারণ, পণ্যে থাকা অনেক উপাদান সবার বা সব ধরনের ত্বকে মানায় না। ফলে কন্টাক্ট ডার্মাটাইটিস দেখা দেয় এবং হঠাৎ করে ত্বকের কিছু অংশ শুষ্ক হয়ে যায়। এ অবস্থায় কেউ যদি মাস্ক বা এ-জাতীয় কিছু ব্যবহার করেন, তাহলে সেটি যেন আরামদায়ক ও বাতাস চলাচলের উপযোগী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে নরম ও সুতি কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন।

ত্বকের যে জায়গা শুষ্ক হয়ে যায়, সেখানে ইমোলেন্ট, জিংক বা প্যারাফিনযুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ফেস ক্লিনজিংয়ের ক্ষেত্রে ওটমিলযুক্ত কিংবা ক্যামোমাইলযুক্ত ক্লিনজার ব্যবহার করুন। ত্বকের তৈলাক্ত অংশে অবশ্যই ওয়াটারবেজড এবং শুষ্ক অংশে ইমোলেন্টযুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।

চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: aj@ajkerpatrika.com

পরামর্শ দিয়েছেন: ডা. তাওহীদা রহমান ইরিন, চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল, ঢাকা

পানি কম পান করলে মাথার ত্বক শুষ্ক হতে পারে

রোজার দিনগুলোয় ত্বককে হাইড্রেটেড রাখতে যা করবেন

নাশতায় বেঁচে যাওয়া ফল দিয়ে রূপচর্চা

নখ ভালো রাখতে নেইল সেরাম ব্যবহার করুন

ত্বক ভালো রাখবে ভিটামিন সি-সমৃদ্ধ প্য়াক

লেজার থেরাপিতে অবাঞ্ছিত লোম দূর হয়

প্রোটিন শ্যাম্পু ব্যবহার করুন প্রতিদিন

ব্রণমুক্ত ত্বক পেতে কী খাবেন, কী খাবেন না

শুষ্ক-তৈলাক্ত ত্বকের যত্নে যা করতে পারেন

ধীরে ধীরে পড়ে যাচ্ছে চুল