হোম > জীবনধারা > রূপবটিকা

চুলে ভালো মানের হেয়ার কালার ব্যবহার করতে হবে

শারমিন কচি

প্রশ্ন: আমার মুখ গোলগাল। গায়ের রং ফর্সা। কী ধরনের হেয়ার কাটে আমাকে মানাবে। সঙ্গে চুলের রং করার ক্ষেত্রে কোন রংগুলো আমার জন্য ভালো হবে?

নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

হেয়ার কাটের টাইপ মুখের গড়নের ওপর করে। স্টেইপ কাট নিতে পারেন। লাইট ব্রাউন অথবা বারগেন্ডি রং বেছে নিতে পারেন।

প্রশ্ন: চুল রং করেছি সাত আট মাস আগে। বার্গেন্ডি রং ছিল। শ্যাম্পু করার কারণে চুলের রং ধুয়ে এখন বাদামি হয়ে গেছে। কিন্তু রং করা অংশের চুলগুলো খুব রুক্ষ্ণ হয়ে গেছে। কী করণীয়?

রূপসা হক, মুন্সিগঞ্জ

কালার করার জন্য ভালো মানের কালার ব্যবহার করতে হবে। কালারের পর কালার গার্ড শ্যাম্পু ব্যাবহার করুন এবং প্রতিদিন কন্ডিশনার ব্যবহার করবেন।

প্রশ্ন: চুলে শুধু জট পাকায়। কীভাবে চুল সুন্দর রাখতে পারি?

সুপর্ণা দেবী, বিক্রমপুর

প্রতিদিন প্রোটিন শ্যাম্পু এবং হেয়ার মাস্ক চুলে লাগিয়ে ১৫ মিনিট চিরুনি দিয়ে আঁচরাবেন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

২০২৬ সালে লিপস্টিকের যে ৫টি ট্রেন্ড জনপ্রিয় হবে

কোলাজেন ট্রিটমেন্ট স্ট্রেচ মার্ক কমায়

স্কিন টাইপ বা ত্বকের ধরন জানা কেন জরুরি: সুস্থ ত্বকের প্রথম ধাপ

শীতে ত্বক সজীব ও ব্রণ দূর করতে ব্যবহার করুন বেসনে তৈরি এ প্যাকগুলো

রাশি অনুযায়ী ত্বকের যত্ন নিচ্ছেন তো

শীতে চামড়া বা কাপড়ের জুতা পরুন

শীতের রোদে ত্বক পুড়েছে? গোসলের সময় এই প্যাকগুলো ব্যবহারে মিলবে উপকার

শীতকালে শুষ্ক ত্বকের যত্নের সহজ প্রতিকার

ত্বক টান টান আর উজ্জ্বল রাখতে চান? ব্যবহার করুন এই ঘরোয়া ফেসপ্যাকগুলো

উজ্জ্বল ত্বক পেতে ঘরেই বানান চকলেট ফেস মাস্ক