হোম > জীবনধারা > ভ্রমণ

৩০০ বছরের পুরোনো বিলাসবহুল প্রাসাদে রাত কাটানোর সুযোগ, ভাড়া প্রায় ৩০ লাখ টাকা

অনলাইন ডেস্ক

ইতালির এই প্রাসাদটিতে বেশির ভাগ মানুষ কেবল রাত কাটানোর স্বপ্নই দেখতে পারেন। সতেরো শতকে নির্মিত পালাৎসো ভিঁলো যে কোনো বিবেচনাতেই বিলাসবহুল এক নিবাস। বহুতল এই আট্টালিকার মোট আয়তন এগারো শ বর্গমিটার। চমৎকার সব চিত্রকর্মে সজ্জিত রাজকীয় কয়েকটি স্যুইট আছে এখানে। আছে জিম, স্পা ও সিনেমা হল। মিলবে ২৪ ঘণ্টা খানসামা ও বাবুর্চির সেবা। 

তবে আপনি যদি বিত্তবান হোন এখন গোটা পালাৎসো ভিঁলোই নির্দিষ্ট সময়ের জন্য আপনার হয়ে যেতে পারে। এক রাতের জন্য ভাড়া গুনতে হবে ২৫ হাজার ইউরো বা প্রায় ৩০ লাখ টাকা। তবে একে আবার সাধারণ বিলাসবহুল হোটেলের সঙ্গে এক পাল্লায় মাপতে যাবেন না যেন! এটি আপনাকে সেই সময়ে নিয়ে যাবে যখন শহরটি শাসন করত বিভিন্ন অভিজাত পরিবার। 

আপনি কেবল থাকার জায়গার জন্য অর্থ খরচ করছেন না, বরং কয়েক শতাব্দীর ইতিহাস এবং শিল্প রীতি এখানকার স্থাপত্য এবং সাজসজ্জায় প্রতিফলিত হচ্ছে। 

তাইবার নদীর দিকে মুখ করে থাকা এই দালানটির অবস্থান বিখ্যাত স্প্যানিশ স্টেপস বা সিঁড়ির কাছেই। রোমের দ্রষ্টব্যস্থানগুলোতে এখান থেকে মিনিট কয়েক হেঁটেই পৌঁছে যেতে পারবেন। সতেরো শতকের সবচেয়ে শক্তিশালী ও প্রভাব বিস্তারকারী পরিবারগুলোর একটি ছিল বোর্হেস পরিবার। এই প্রাসাদটি কয়েক শতক ধরে তাঁদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। 

পালাৎসো ভিঁলোকে সময় কাটানোর জন্য ইতালির সবচেয়ে ব্যয়বহুল ঐতিহাসিক জায়গা বলে বিবেচনা করা হয়। অন্যান্য খরচ এখানকার সেবা গ্রহণকে আরও বেশি উচ্চমূল্যের দিকে নিয়ে যায়। 

চড়া দামে এক রাতের জন্য ভাড়া তো নিলেন। সঙ্গে কী পাচ্ছেন। কেবল সকালের নাশতা। যদি পালাৎসোর বিশাল, চকচকে রান্নাঘরে রান্না করা চমৎকার স্বাদের একটি ডিনার চান, তবে এটি জনপ্রতি অতিরিক্ত এক হাজার ইউরো খরচের ব্যবস্থা করবে আপনার জন্য। 

বোর্হেস পরিবারের সদস্যদের মধ্যে পোপ এবং প্রিন্সরাও ছিলেন। এই পরিবারের উত্তরাধিকারীরাও এখনো এর সঙ্গে প্রাসাদে বাস করেন। এখানে পৃথক রুম বুক করা যেতে পারে, তবে কর্মীরা সিএনএনকে জানিয়েছে পুরো জায়গাটি ভাড়া করলেই এখানকার পরিবেশটা ভালোভাবে উপভোগের সুযোগ মিলে। 

‘আমরা এই গ্রীষ্মে এটা চালু করেছি। এখন পর্যন্ত বিদেশি অতিথিদেরই পেয়েছি, যাদের বেশির ভাগ আমেরিকান। অল্পবয়সী এবং বয়স্ক উভয় ধরনের দম্পতি এবং বাচ্চাসহ পরিবার বাই-আউট (এক সঙ্গে গোটা প্রাসাদ ভাড়া নেওয়া) পদ্ধতিতে কয়েক দিনের জন্যও এটি ভাড়া নিয়েছেন। যদিও এখানে ১২ জনের জন্য জায়গা আছে।’ বলেন পালাৎসো ভিঁলোর উপপরিচালক স্যামুয়েল ফ্লোরিও। 

‘এখানে থাকার খরচ চাহিদা এবং কত দিন থাকবেন সেটা বিবেচনায় পরিবর্তিত হতে পারে। চাইলে এখানে যে সেবাগুলো পাবেন এর মধ্যে আছে গাড়ি ধোঁয়া এবং আশপাশের তাজা পণ্যের বাজারে গাইডসহ ভ্রমণ। সেখান থেকে অতিথিরা পালাৎসোতে রান্না করার জন্য শাকসবজি, মাংস, রুটি কিনে আনতে পারেন। তারপর অতিথিদের পছন্দ অনুসারে কিংবা চাইলে রাঁধুনি তাঁর রীতিতে রান্না করবেন,’ বলেন ফ্লোরিও, ‘এখানে সবকিছুই আপনার মন মতো হবে।’ 

ঐতিহাসিক দালান হলে কী হবে, এখানকার রান্নাঘরে আধুনিক সব উপকরণই আছে। মিররস হলে আছে ক্যান্ডেল লাইট ডিনার উপভোগের সুযোগ। রেনেসাঁ-ঘরানার একটি ভোজের উপযোগী লম্বা একটি টেবিল আছে সেখানে। 

ফ্লোরিওর দল মেনুর বিষয়টি তদারকি করেন এবং ইতালির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার প্রস্তুতের ব্যবস্থা করেন। গোটা বিষয়টি পরিচালনার জন্য আছে ওয়েটার এবং বাবুর্চিদের একটি নিবেদিত দল। চাইলে রোম এবং পুরো ইতালি ভ্রমণেরও ব্যবস্থা করে দেওয়া হবে আপনাকে। 

প্রাসাদের বাগানটি থেকে রোমের চমৎকার দৃশ্য উপভোগের সুযোগ মিলবে। আধুনিক এবং প্রাচীন জিনিসের মিলিয়ে এর ভেতরের সজ্জায় পরিবর্তন আনা হয়েছে। তবে ঐতিহাসিক স্থাপনার তালিকায় থাকায় বিধিনিষেধ মেনে মূল স্থাপত্যে কোনো পরিবর্তন করা হয়নি। 

পাশেই অবস্থিত হোটেল ভিঁলো পরিচালিত এই দালানে স্যুইটের সংখ্যা চার। এগুলোর একটি চ্যাপেল স্যুইট। গম্বুজাকার ছাদের কামরাটিতে ছাউনিসহ একটি বিছানা আছে। চিত্রাংকিত দেয়াল এবং ছাদ, গ্রামীণ এবং পৌরাণিক দৃশ্যসহ বিভিন্ন চিত্রকর্ম, কার্পেট, মূল্যবান রংধনু রঙের মর্মর পাথর পুরো প্রাসাদের সাধারণ চিত্র। 

সূর্যাস্তটা উপভোগ করতে পারবেন তাইবার নদীর দিকে মুখ করে থাকা খোলা গ্যালারিতে। সকালের কফিটি পান করতে পারেন দালানটির নিজস্ব বাগানে, যেখানে অতীতে অভিজাতরা গল্প-আড্ডায় মেতে থাকতেন। 

অন্যান্য আকর্ষণগুলোর অন্যতম ১২০ বর্গমিটারের একটি জায়গা। এর ভেতরে আছে একটি চমৎকার পুল, বাষ্পীয় গোসলের জায়গা, জাকুজি এবং স্পার ব্যবস্থা। 

সমস্ত জাঁকজমক থাকা সত্ত্বেও, ফ্লোরিও নিশ্চিত করেছেন পালাৎসো ভিঁলো বিস্মৃতি থেকে ফিরে আসা কোনো জাদুঘর নয়। এটি সব সময়ই ব্যক্তিগত আবাসস্থল ছিল এবং এখন কেবল অতিথিদের জন্য তার দুয়ার উন্মুক্ত করেছে। ফ্লোরিও জানান, কয়েক বছর আগে পর্যন্ত এখানে বসবাস করতেন একজন জনপ্রিয় ইতালীয় চলচ্চিত্র প্রযোজক।

নেপালে অ্যাডভেঞ্চার বাঞ্জি জাম্পিং ও প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ

রোমাঞ্চকর রেইছা ঝিরির পথে

চার মাসব্যাপী বাহা উইন্টার ফেস্টিভ্যাল

এ বছরের ট্রেন্ডে থাকছে একক ভ্রমণ প্রবণতা

গোলাপি শহর তুলুজ

ঢাকার কাছে মুন্সিগঞ্জ: দেখার আছে অনেক কিছু

ইউরোপের ৭টি সুন্দর গ্রাম

মালদ্বীপে হানিমুনের সেরা পাঁচ রিসোর্ট

রাঙামাটির রিসোর্ট সংস্কৃতি

নতুন বছরের ভ্রমণ ট্রেন্ড

সেকশন