হোম > জীবনধারা > ভ্রমণ

দাম বাড়ছে ডিজনির টিকিটের

ভ্রমণ ডেস্ক

বিশ্বজুড়ে ভ্রমণকারীদের প্রিয় গন্তব্যের তালিকায় থাকে ওয়াল্ট ডিজনি। এত দিন না বাড়লেও আগামী বছর থেকে বাড়তে যাচ্ছে এর টিকিটের দাম।

২০২৪ সালের আগস্টের কয়েক সপ্তাহজুড়ে ডিজনি’স অ্যানিমেল কিংডমের টিকিটের দাম ছিল ১০৯ ডলার। ২০২৫ সালে তা বাড়িয়ে করা হয়েছে ১১৯ ডলার। সাপ্তাহিক ছুটি কিংবা বিশেষ কারণে যে সময়গুলোতে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়, সে সময়গুলোতে এ বছরের চেয়ে ৫ থেকে ১০ ডলার বাড়ানো হয়েছে টিকিটের দাম। যেমন, এপ্রিলের শেষের দিকে অ্যানিমেল কিংডমে দর্শনার্থীদের ভিড় থাকে বেশি। ফলে এ বছর টিকিটের দাম মাথাপিছু ১৬৪ ডলার থাকলেও ২০২৫ সালের একই সময়ের জন্য তা করা হয়েছে ১৬৯ ডলার। একই ভাবে আগামী বছর এপ্রিলের শেষের দিকে সাপ্তাহিক ছুটির দিনে ম্যাজিক কিংডমের টিকিটের দাম বাড়ানো হয়েছে ৫ ডলার। অর্থাৎ যে টিকিটের দাম এ বছর ১৮৪ ডলার, আগামী বছর একই সময়ে তা বিক্রি হবে ১৮৯ ডলারে।

এদিকে পার্ক হপারে একই দিনে দর্শনার্থীরা একাধিক পার্ক দেখার সুযোগ পাবেন। ইভেন্ট হিসেবে এর টিকিটের দাম বেড়েছে ৫ থেকে ১০ ডলার। তবে ডিজনি পার্কে এটিই প্রথম দাম বাড়া নয়। ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে ২০২২ সালে দুটি ক্ষেত্রে টিকিটের দাম বাড়ানো হয়েছিল। ডিজনিল্যান্ডও সম্প্রতি একাধিকবার দাম বাড়িয়েছে। 

নেপালে অ্যাডভেঞ্চার বাঞ্জি জাম্পিং ও প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ

রোমাঞ্চকর রেইছা ঝিরির পথে

চার মাসব্যাপী বাহা উইন্টার ফেস্টিভ্যাল

এ বছরের ট্রেন্ডে থাকছে একক ভ্রমণ প্রবণতা

গোলাপি শহর তুলুজ

ঢাকার কাছে মুন্সিগঞ্জ: দেখার আছে অনেক কিছু

ইউরোপের ৭টি সুন্দর গ্রাম

মালদ্বীপে হানিমুনের সেরা পাঁচ রিসোর্ট

রাঙামাটির রিসোর্ট সংস্কৃতি

নতুন বছরের ভ্রমণ ট্রেন্ড

সেকশন