Ajker Patrika
হোম > জীবনধারা > ভ্রমণ

শর্তসাপেক্ষে সহজ তুরস্কের ই-ভিসা

ভ্রমণ ডেস্ক

শর্তসাপেক্ষে সহজ তুরস্কের ই-ভিসা

বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ইরাক ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য ই-ভিসার আবেদনপ্রক্রিয়া সহজ করেছে তুরস্ক। এখন এই দেশগুলোর ভ্রমণকারীরা অফিশিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে তুরস্কের ভিসার জন্য সহজে আবেদন করতে পারে।

তুরস্কের ই-ভিসা প্রোগ্রামের মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ইরাক ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের অন্তর্ভুক্ত করার জন্য আমাদের ভিসা প্রোগ্রামের সম্প্রসারণ ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত।’

বাংলাদেশি নাগরিকেরা ই-ভিসায় নিয়ে তুরস্কের ৩০ দিন পর্যন্ত থাকতে পারবে। পর্যটন, ব্যবসা বা ট্রানজিটের জন্য বাংলাদেশিরা তুরস্কের ইলেকট্রনিক ভিসা ব্যবহার করে স্থল, সমুদ্র বা আকাশপথে দেশটিতে যেতে পারবে শর্ত সাপেক্ষে। বাংলাদেশি নাগরিকদের জন্য তুরস্কের ই-ভিসার আবেদনপ্রক্রিয়া বেশ সহজ করা হয়েছে। বৈধ পাসপোর্ট, একটি ই-মেইল আইডি, আন্তর্জাতিক লেনদেনের জন্য বৈধ একটি ক্রেডিট বা ডেবিট কার্ড থাকলে আবেদন করা যাবে। ই-ভিসার আবেদন ফি প্রদানের পর আবেদন প্রক্রিয়াকরণ শুরু হবে। এই ওয়েবসাইট থেকে ই-ভিসার জন্য আবেদন করা যাবে।

বাংলাদেশ, ভারত, ইরাক, আফগানিস্তান, নেপাল, ভুটান ইত্যাদি দেশ শুধু সিঙ্গেল এন্ট্রি ই-ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তবে এই সহজ ই-ভিসা পেতে হলে বাংলাদেশের নাগরিকদের অবশ্যই শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বৈধ ভিসা বা পর্যটন ভিসা থাকতে হবে। অথবা শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বসবাসের অনুমতি থাকতে হবে। এ শর্ত ছাড়া তুরস্কের ভিসার জন্য আগের পদ্ধতিতেই আবেদন করতে হবে।

ঈদে ঘুরে আসুন গাজীপুর সাফারি পার্ক

জেদ্দার আল-বালাদ: ইতিহাসের শহরে একদিন

বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলছে উত্তর কোরিয়া

এশিয়ার জেন-জির ভ্রমণপ্রবণতা

রমজানে ভ্রমণে যে বিষয় মেনে চলা জরুরি

আশা বাঁচিয়ে রেখেছে অক্ষত রিসোর্টগুলো

ঈদে ঘুরে আসুন জাফলং

বিশ্বের প্রথম এআই-চালিত হোটেল ‘অটোনোমাস’

চীনে চিকিৎসা ভিসা এক দিনে

বিশ্বের সেরা ১০ সমুদ্রসৈকত