Ajker Patrika
হোম > জীবনধারা > ভ্রমণ

বর্ষায় ট্রাভেল ব্যাগে যা রাখবেন

ফিচার ডেস্ক

বর্ষায় ট্রাভেল ব্যাগে যা রাখবেন

ভ্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হলো ট্রাভেল ব্যাগ। পরিবেশ এবং আবহাওয়া অনুযায়ী এটি নির্বাচন করা জরুরি। বর্ষাকাল সমাগত। জেনে রাখা ভালো, এ সময় ভ্রমণব্যাগে কী কী রাখতে হবে।

ভ্রমণের সময় যতটা সম্ভব ব্যাগ হালকা রাখার চেষ্টা করা উচিত। তাই বর্ষা ভেবে অতিরিক্ত জিনিস সঙ্গে নিতে হবে এমন মনে না করে পরিমিত ও সঠিক জিনিস সঙ্গে রাখুন।

যা রাখবেন ব্যাগে
জলে, বনে কিংবা শহরে বর্ষার সবচেয়ে উপকারী বন্ধু ছাতা আর রেইনকোট। বর্ষায় ভ্রমণের সময় ব্যাগে ভালো ছাতা ও রেইনকোট অবশ্যই থাকা চাই। বর্ষায় ঘুরতে গেলে ওয়াটারপ্রুফ জুতা ব্যবহার করুন। ভেজা জুতা দীর্ঘক্ষণ পরলে জ্বর-ঠান্ডার আশঙ্কার পাশাপাশি সংক্রমণের ঝুঁকি বাড়ে। সম্ভব হলে এক জোড়া বাড়তি জুতা সঙ্গে রাখা ভালো।

ব্যাগে ছোট তোয়ালে রাখুন। বৃষ্টিতে চুল বা শরীর ভিজে গেলে চট করে মুছে নিতে পারবেন। এমন তোয়ালে বেছে নিন, যা সহজে পানি শোষণ করে সহজে শুকিয়ে যাবে।

ব্যাগে বেশ কয়েকটি প্লাস্টিকের জিপলক পাউচ রাখুন। এতে বৃষ্টির সময় বাইরে থাকলেও মোবাইল ফোন, চার্জার, ওষুধ বা টাকাপয়সার মতো দরকারি জিনিসগুলো সুরক্ষিত রাখা যাবে। এ ছাড়া ভেজা কাপড় নেওয়ার জন্য পলিথিনের ব্যাগ রাখতে হবে সঙ্গে।

সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। বর্ষায় বিভিন্ন রোগ ও সংক্রমণ–দুটিই বেশি হয়। তাই নিজের পরিচ্ছন্নতায় মনোযোগ দিতে হবে। ব্যাগের এমন জায়গায় স্যানিটাইজার রাখতে হবে যেন সহজে বারবার ব্যবহার করা যায়।

সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় ওষুধ। এটার কোনো আলাদা ঋতু নেই। তবে বর্ষাকালে বাইরের পানি খাওয়ার পর পেটে গোলমাল হওয়ার ঝুঁকি বেশি থাকে। এ জন্য ওষুধ রাখতে হবে বিশেষভাবে।

ভিয়েতনামে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা

অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নতুন গন্তব্য সৌদি আরব

যুক্তরাষ্ট্র ভ্রমণ এড়িয়ে চলছেন বিদেশি পর্যটকেরা

অপার্থিব সুন্দর মাঝিপাড়া সীমান্ত সড়ক

কম খরচে ভ্রমণ করা যাবে যেসব দেশে

নবাবি ঢাকার নিমতলী প্রাসাদে

বিদেশি পর্যটকদের জন্য কঠোর করা হয়েছে বালির আইন

সুন্দরবনে রিসোর্টের খোঁজখবর

সেরা ১৯ গণপরিবহনের তালিকায় এশিয়ার ৯

ঈদের ছুটিতে অ্যাডভেঞ্চার