হোম > জীবনধারা > ভ্রমণ

হাওরে হাউসবোট প্যাকেজ ভ্রমণ

মোহাম্মদ আরাফাত হোসেন

হিজলবনে আঁকাবাঁকা পথে এগিয়ে যাওয়া অগভীর জলধারা ঠিক যেন জলরঙে আঁকা ছবি। এখানে বোটের ছাদে বসে রাতের আকাশ দেখা কিংবা বৃষ্টিতে ভেজা অথবা শেষ বিকেলের গোধূলি উপভোগ করা যায় অনায়াসে। বলছি টাঙ্গুয়ার হাওরের কথা। ১০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায়।

বছরের অন্যান্য সময় পানি কম থাকলেও বর্ষা আর শরতে কানায় কানায় পূর্ণ থাকে টাঙ্গুয়াসহ এর আশপাশের হাওরগুলো। এর পাশেই আছে ভারতের মেঘালয় রাজ্য। হাওরে আছে প্রায় ১৪০ প্রজাতির মিঠাপানির মাছ। শীতে এখানে বিদেশি পাখি আসে প্রায় ২০০ প্রজাতির। এসব কারণে অনেক বছর ধরে এই এলাকা ভ্রমণপিয়াসিদের পছন্দের জায়গা। আর নবীন উদ্যোক্তারা হাওরকে করে তুলেছেন উপভোগ্য এবং নিরাপদ। পরিবেশের ভারসাম্য রক্ষা করে সীমিতভাবে হাউসবোটে ভ্রমণের আয়োজন আছে এখানে। আছে রাত যাপনসহ খাওয়াদাওয়ার ব্যবস্থা। ঘুরতে গেলে খাওয়া যায় হাওরের তাজা মাছ।

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিভিন্ন হাউসবোট আছে টাঙ্গুয়ায়। প্রতিটি বোটে আছে অতিথিদের থাকার পৃথক কেবিন, উন্নত মানের ওয়াশরুম, খাওয়া এবং আড্ডা দেওয়ার লবি। এ ছাড়া বোটের ছাদে থাকছে বসার ব্যবস্থা। প্রতিটি বোটেই নিরাপত্তা গিয়ার হিসেবে আছে পর্যাপ্ত লাইফ জ্যাকেট। সাঁতার না জানলেও লাইফ জ্যাকেট পরে সাবলীলভাবে হাওরের নীল জলরাশির বুকে ভেসে থাকা যায়। বোটগুলো যেসব এলাকায় রাতে অবস্থান করে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন। কোনো ধরনের শব্দ বা পরিবেশদূষণ যাতে না হয়, সেটা নিশ্চিত করতে নিয়মিতভাবে ম্যাজিস্ট্রেট টহল দেন।

ভ্রমণ পরিকল্পনা
বাসে ভ্রমণের পরিকল্পনা, রাত ১১টায় ঢাকা থেকে নন-এসি ও এসি বাসে সুনামগঞ্জের উদ্দেশে যাত্রা। পরদিন সকালে সুনামগঞ্জ পৌঁছে হাউসবোট ভ্রমণ শুরু। তাহিরপুর থেকে নৌকায় উঠতে চাইলে মল্লিকপুর ব্রিজ থেকে সিএনজিচালিত অটোরিকশা বা লেগুনা নিয়ে তাহিরপুর যেতে হবে। লাক্সারি হাউসবোটে থাকবে দুই দিন থাকা-খাওয়ার ব্যবস্থা। প্রথম দিন ঘুরতে পারবেন ওয়াচ টাওয়ার ও নীলাদ্রি লেক। রাতে বোট থাকবে নীলাদ্রি লেকের পাশে টেকেরঘাটে।

দ্বিতীয় দিন সকালে ঘুরে দেখা যাবে জাদুকাটা নদী, বারিক্কাটিলা আর শিমুলবাগান। সেখানে পানিতে দাপাদাপি করে দুপুরের খাবার খেয়ে সন্ধ্যায় ফিরে আসতে পারবেন সুনামগঞ্জ। তারপর রাতের বাস ধরে ভোরের মধ্যে পৌঁছে যাবেন ঢাকায়।

কীভাবে যাবেন
ঢাকার ফকিরাপুল, সায়েদাবাদ এবং মহাখালী থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বেশ কিছু এসি ও নন-এসি বাস। বাসে ঢাকা থেকে সুনামগঞ্জে পৌঁছাতে প্রায় ৬ ঘণ্টা  লাগে। রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত বাস পাওয়া যায়। এসি ও নন-এসিভেদে টিকিট ৬০০ থেকে ১ হাজার ১০০ টাকা।

রেলপথ
ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জের সঙ্গে রেলযোগাযোগ নেই। রেলপথে ঢাকা থেকে সিলেট পৌঁছে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা বা বাসে করে সুনামগঞ্জে যেতে হবে। সিলেট থেকে সুনামগঞ্জ যেতে সময় লাগবে প্রায় ৭ ঘণ্টা। উপবন এক্সপ্রেসে সিলেট যাওয়া যায়। এটি প্রতি সপ্তাহে বুধবার বন্ধ থাকে।

টিকিটের দাম: শোভন ২৬৫, শোভন চেয়ার ৩২০, ফার্স্ট সিট ৪২৫, ফার্স্ট বার্থ ৬৯০ এবং এসি বার্থ ১ হাজার ১৪৯ টাকা।

এ ছাড়া আকাশ পথে সিলেট গিয়ে সেখান থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা বা ভাড়ার কারে সুনামগঞ্জ যাওয়া যায়। ঢাকা থেকে সিলেট ফ্লাইটের টিকিটের দাম ৫ হাজার থেকে ৬ হাজার টাকা।

হাউসবোট ভাড়া করবেন যেভাবে
বেশির ভাগ হাউসবোট বিভিন্ন ধরনের থাকে। আর সংখ্যায় বেশি হলে পুরো হাউসবোট ভাড়া নেওয়া যায়। এগুলো সুনামগঞ্জ সদর আর তাহিরপুর থেকে ছাড়ে। বেশির ভাগ হাউসবোট সেবাদাতা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ আছে। সেখান থেকে আগাম বুকিং করা যায়। ভ্রমণে যাওয়ার দুই বা তিন সপ্তাহ আগে বুক করে ফেলুন পছন্দের হাউসবোট।

প্যাকেজ
কাপল প্যাকেজ প্রতিজন ৭ হাজার ৫০০ থেকে শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত। বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। দামটা নির্ভর করবে নৌকার ধরন, সার্ভিস, খাবার এবং নৌকাটি কোথা থেকে ছাড়বে, তার ওপর।

নেপালে অ্যাডভেঞ্চার বাঞ্জি জাম্পিং ও প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ

রোমাঞ্চকর রেইছা ঝিরির পথে

চার মাসব্যাপী বাহা উইন্টার ফেস্টিভ্যাল

এ বছরের ট্রেন্ডে থাকছে একক ভ্রমণ প্রবণতা

গোলাপি শহর তুলুজ

ঢাকার কাছে মুন্সিগঞ্জ: দেখার আছে অনেক কিছু

ইউরোপের ৭টি সুন্দর গ্রাম

মালদ্বীপে হানিমুনের সেরা পাঁচ রিসোর্ট

রাঙামাটির রিসোর্ট সংস্কৃতি

নতুন বছরের ভ্রমণ ট্রেন্ড

সেকশন