Ajker Patrika
হোম > জীবনধারা > ভ্রমণ

যেখানে পানি কাচের মতো স্বচ্ছ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যেখানে পানি কাচের মতো স্বচ্ছ

জীবন বাঁচাতে পানির বিকল্প কিছু নেই। এই পানি কোথাও নোনা, কোথাও মিষ্টি। সব পানিই খাওয়ার উপযোগী নয়। কিছু পানি এতই স্বচ্ছ, যার কারণে ওই এলাকা হয়ে ওঠে বিখ্যাত। এই স্বচ্ছ পানির জায়গাগুলো প্রকৃতির অপার সৌন্দর্য হয়ে ধরা দেয় মানুষের চোখে।

গ্রিসের লেফকাদা দ্বীপের উপকূলবর্তী এগ্রেমনি দ্বীপ পানির অপার সৌন্দর্যের উদাহরণ। খাড়া আর অমসৃণ সিঁড়ি পেরিয়ে, সাদা বালু মাড়িয়ে এর স্বচ্ছ নীল পানির কাছে পৌঁছাতে হয়। জায়গাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় লোকসমাগম কম হলেও যাঁরা সত্যিকারের সাগরপ্রেমী, তাঁদের কাছে এ জায়গা বহুল আকাঙ্ক্ষিত।

আমেরিকার উল্লেখযোগ্য সুন্দর হ্রদগুলোর মধ্যে মাযামা আগ্নেয় পর্বতের কিছু হ্রদকে সৌন্দর্যের দিক থেকে এগিয়ে রাখেন পর্যটকেরা। ক্রেটার হ্রদ তার অন্যতম। ১ হাজার ৯৪৩ ফুট গভীর এই হ্রদে সূর্যের আলো পৌঁছায় মাত্র ৪০০ ফুট পর্যন্ত। আশপাশে কোনো নদী বা ঢেউয়ের উৎপত্তিস্থল না থাকায় হ্রদটি সব সময় শান্ত। যে কারণে এর পানিও কাচের মতো স্বচ্ছ। যাঁরা গভীর পানিতে ডাইভ দিতে চান, তাঁরা এই হ্রদ বেছে নেন। ভিয়েতনামের কন সান দ্বীপ মূলত কন দাওয়ের ১৬টি দ্বীপপুঞ্জের ১টি। ভিয়েতনাম থেকে ১১০ মাইল দূরবর্তী দক্ষিণ উপকূলে এই দ্বীপের অবস্থান। দ্বীপের ওপরে ছড়িয়ে-ছিটিয়ে আছে স্বর্ণালি বালুকণা, পাশে রয়েছে নীল পানি। নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার জন্য নির্জন ‘দাম ত্রে’ উপহ্রদও ঘুরে আসা যেতে পারে।

রমজানে ভ্রমণে যে বিষয় মেনে চলা জরুরি

আশা বাঁচিয়ে রেখেছে অক্ষত রিসোর্টগুলো

ঈদে ঘুরে আসুন জাফলং

বিশ্বের প্রথম এআই-চালিত হোটেল ‘অটোনোমাস’

চীনে চিকিৎসা ভিসা এক দিনে

বিশ্বের সেরা ১০ সমুদ্রসৈকত

ভিয়েতনামে চোখধাঁধানো পর্যটনের হাতছানি

পাহাড় খোদাই করে সৌদি আরবের ডেজার্ট রক রিসোর্ট

বইমেলায় ভ্রমণবিষয়ক বই

ক্যারি অন লাগেজে কী নেবেন