ভ্রমণে কারও দরকার বিলাসবহুল হোটেলের স্বাচ্ছন্দ্য, আবার কারও ভালো লাগে সারা দিন ঘুরে বেড়াতে। কারওবা দরকার বাজেট হোটেল অথবা হোমস্টে। এসব ঝামেলা কমানোর জন্য ভ্রমণে যাওয়ার আগে অনলাইনে থাকার জায়গার বুক করতে অনেকেই পছন্দ করেন। অনলাইনে হোটেল বুক করার আগে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে।