ফিচার ডেস্ক
শীতে বেড়ানোর জন্য উত্তরবঙ্গ তো রইলই। আর কোথায়?
চন্দ্রনাথ পাহাড়
রোমাঞ্চকর ভ্রমণের জন্য অনন্য চন্দ্রনাথ পাহাড়। চট্টগ্রাম শহর থেকে ৩৭ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সাড়ে ৩ কিলোমিটার পূর্বে এই পাহাড়। এর চূড়ায় উঠতে পাড়ি দিতে হয় পিচ্ছিল ও সরু ২ হাজার ২০০টির বেশি সিঁড়ি।
শ্রীমঙ্গল
শীতকালে চা-বাগানের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গল তাই হয়ে ওঠে সৌন্দর্যের লীলাভূমি।
চা-বাগান ঘুরেই যেতে পারেন বাইক্কা বিলে, অতিথি পাখিদের দেখতে। ঘোরা যাবে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, আদি নীলকণ্ঠ টি কেবিন, সিতেশ বাবুর চিড়িয়াখানা ও চা জাদুঘরে।
সাজেক
সাজেক ভ্যালি রাঙামাটি জেলার একেবারে উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক রুইলুইপাড়া, হামারিপাড়া ও কংলাকপাড়া—এই তিনটি পাড়ার সমন্বয়ে এটি গঠিত। সেখানে মূলত লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা উপজাতির বসবাস। রাঙামাটির অনেকটা অংশ দেখা যায় সাজেক ভ্যালি থেকে।
চর কুকরিমুকরি
বর্ষায় ডুবে থাকলেও শীতে ভেসে ওঠে সর্বদক্ষিণের দ্বীপ কুকরিমুকরি। এটি সংরক্ষিত বনাঞ্চল ও বৃহৎ প্রাণীর অভয়ারণ্য। সারি সারি নারকেলগাছ ঘেরা বিশাল বালুময় এই চর। সেখানে ক্যাম্পিং করা যায়।
নীলগিরি
বান্দরবান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নীলগিরি। এই পাহাড়ের উচ্চতা প্রায় ২ হাজার ২০০ ফুট। এখানে রয়েছে বিভিন্ন রিসোর্ট ও পর্যটনকেন্দ্র। আছে ঝরনা, মিলনছড়ি ভিউ পয়েন্ট, চিম্বুক পর্যটনকেন্দ্র ইত্যাদি।