Ajker Patrika
হোম > জীবনধারা > ভ্রমণ

নীলে ভ্রমণ, জলে ভ্রমণ

হাসানুর রহমান উল্লাস

নীলে ভ্রমণ, জলে ভ্রমণ

এখানে পানি নীল। আকাশ নীল। দৃষ্টি যত দূর যায়, তত দূর শুধু নীলের খেলা। মাঝে মাঝে বিভ্রম হয়, পৃথিবীতে নীল ছাড়া কি আর কোনো রং নেই!

এই নীল যদি গায়ে মাখতে হয়, তাহলে বুঝতেই পারছেন, যেতে হবে সাধু মার্টিনের দ্বীপে। সেখানে নীলের সঙ্গে আছে প্রবাল। যখন সূর্য ডোবে, পুরো পশ্চিম আকাশ হয়ে ওঠে রক্তিম। সেই লালিমার হাত ধরে পৃথিবীতে নেমে আসে জোছনা। হুমায়ূন আহমেদ জোছনা বড় ভালোবাসতেন বলে ছুটে এসেছিলেন এখানে, শোনা যায় তেমনই। কৃত্রিম আলোর দূষণ নেই বলে জ্যোৎস্না বিলাসের আদর্শ জায়গা সেন্ট মার্টিন। 

যেভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক বা আকাশপথে যেতে হবে কক্সবাজার। ননএসি ও এসির সুবিধাভেদে বাসগুলোর ভাড়া ৯০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

আকাশপথে গেলে ইউএস-বাংলা, নভোএয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যেতে পারেন।

কক্সবাজার থেকে প্রতিদিন এমভি কর্ণফুলী ও এমভি বারো আউলিয়া নামের দুটি জাহাজ চলাচল করে সেন্ট মার্টিন পর্যন্ত। কক্সবাজারের বিআইডব্লিউটিএর ঘাট নুনিয়াছড়া থেকে সকাল ৬টায় জাহাজগুলো ছেড়ে যায়। জাহাজ চলাচল জোয়ার-ভাটার ওপর নির্ভর করে। টিকিটের মূল্য ৩ হাজার থেকে শুরু করে ২৮ হাজার টাকা পর্যন্ত।

এ ছাড়া প্রতি বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন চলাচল করে বে ওয়ান নামের একটি জাহাজ। এটি রাত ১১টায় ছেড়ে সকাল ৮টার মধ্যে পৌঁছে যায় সেন্ট মার্টিন। এর টিকিটের দাম ৪ হাজার থেকে ১ লাখ টাকা। এই জাহাজের টিকিট ঢাকায় তাদের নিজস্ব অফিস অথবা এজেন্টের মাধ্যমে কেনা যায়। 

থাকার জায়গা
কক্সবাজার থেকে ছয়-সাত ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় সেন্ট মার্টিন। এখানে থাকার জায়গা হিসেবে পর্যটকদের কাছে সৈকতের রিসোর্টগুলোর কদর বেশি। এর অন্যতম কারণ হচ্ছে, রিসোর্টে বসে বিচের সৌন্দর্য এবং সূর্যাস্ত দেখা যায়। সেন্ট মার্টিনে এ রকম বেশ কিছু রিসোর্ট আছে। এগুলোর মধ্যে আছে মার্টিন টিউলিপ বিচ রিসোর্ট, সমুদ্র বিলাস, ব্লু মেরিন রিসোর্ট, সূর্যস্নান বিচ রিসোর্ট, শান্তিনিকেতন রিসোর্ট ইত্যাদি। এখানকার রিসোর্টগুলোতে ১ হাজার ২০০ থেকে ৬ হাজার টাকায় থাকা যায়।

কী খাবেন
সেন্ট মার্টিন বিখ্যাত বিভিন্ন সামুদ্রিক মাছের জন্য। এখানে এসে বিরিয়ানি না খেয়ে যত পারেন সামুদ্রিক মাছ খান। কোরাল, কালো চাঁদা, রূপচাঁদা, সুন্দরী, ম্যাকারেল, বিভিন্ন ধরনের চিংড়ি ইত্যাদি পাওয়া যায় খুব সহজে ও সস্তায়।

সামুদ্রিক মাছের ভাজা কিংবা বারবিকিউ খেতে পারেন। কালো চাঁদা মাছের বারবিকিউ সুস্বাদু। খেয়ে দেখতে পারেন। মাছ কিনতে হবে একটু দেখেশুনে। কেনার আগে দরদাম করে নেওয়া ভালো। পর্যটন এলাকা বলে যে কেউ বেশি দাম নিতে পারে যেকোনো সময়। 

সতর্কতা
পলিথিন ও প্লাস্টিক পণ্য যতটা সম্ভব কম ব্যবহারের চেষ্টা করুন। ব্যবহৃত জিনিসপত্র সমুদ্রে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলুন।

রমজানে ভ্রমণে যে বিষয় মেনে চলা জরুরি

আশা বাঁচিয়ে রেখেছে অক্ষত রিসোর্টগুলো

ঈদে ঘুরে আসুন জাফলং

বিশ্বের প্রথম এআই-চালিত হোটেল ‘অটোনোমাস’

চীনে চিকিৎসা ভিসা এক দিনে

বিশ্বের সেরা ১০ সমুদ্রসৈকত

ভিয়েতনামে চোখধাঁধানো পর্যটনের হাতছানি

পাহাড় খোদাই করে সৌদি আরবের ডেজার্ট রক রিসোর্ট

বইমেলায় ভ্রমণবিষয়ক বই

ক্যারি অন লাগেজে কী নেবেন