Ajker Patrika
হোম > জীবনধারা > ভ্রমণ

ভিড় বাড়ছে দুবাই বিমানবন্দরে

ফিচার ডেস্ক

ভিড় বাড়ছে দুবাই বিমানবন্দরে
ছবি: সংগৃহীত

এ বছরের চতুর্থ ত্রৈমাসিকের হিসাব অনুযায়ী, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীর সংখ্যা আরও বাড়ছে।

এ বছরের প্রথম ৯ মাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল দিয়ে প্রায় ৬ কোটি ৯০ লাখ যাত্রী যাতায়াত করেছে। বছরের প্রথমার্ধ থেকে যাত্রীদের এ বিমানবন্দর ব্যবহারের যে গতি দেখা গিয়েছিল, তা তৃতীয় ত্রৈমাসিকেও অব্যাহত ছিল। বিশ্বের ব্যস্ততম এ বিমানবন্দর দিয়ে এ সময় প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রী যাতায়াত করেছে। এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেশি। তৃতীয় ত্রৈমাসিকে ১ লাখ ১১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট পরিচালনা করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এর ফলে বছরের প্রথম ৯ মাসে ফ্লাইটের সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৭০০টিতে পৌঁছেছে। অর্থাৎ এ ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৪। বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আসন্ন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সময় যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

দুবাই বিমানবন্দরের চিফ অপারেটিং অফিসার আল জোকার জানিয়েছেন, যাত্রীর সংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতায়

তাঁরা ২০২৫ সালে ৯৪ মিলিয়নের বেশি এবং ২০২৬ সালে ৯৭ মিলিয়নের বেশি যাত্রী আসার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এ ছাড়া ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে ১০০ মিলিয়ন যাত্রী পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তাঁরা।

দুবাই বিমানবন্দর শুধু ব্যস্ততম বিমানবন্দরই নয়, এটি যাত্রীদের সেবা দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে।

রমজানে ভ্রমণে যে বিষয় মেনে চলা জরুরি

আশা বাঁচিয়ে রেখেছে অক্ষত রিসোর্টগুলো

ঈদে ঘুরে আসুন জাফলং

বিশ্বের প্রথম এআই-চালিত হোটেল ‘অটোনোমাস’

চীনে চিকিৎসা ভিসা এক দিনে

বিশ্বের সেরা ১০ সমুদ্রসৈকত

ভিয়েতনামে চোখধাঁধানো পর্যটনের হাতছানি

পাহাড় খোদাই করে সৌদি আরবের ডেজার্ট রক রিসোর্ট

বইমেলায় ভ্রমণবিষয়ক বই

ক্যারি অন লাগেজে কী নেবেন