হোম > জীবনধারা > ভ্রমণ

ভালোবাসা দিবসের দিন থেকে বালিতে প্রবেশে কর দিতে হচ্ছে বিদেশি পর্যটকদের

অনলাইন ডেস্ক

প্রতি বছর প্রচুর বিদেশি পর্যটক আসেন ইন্দোনেশিয়ার বালিতে। এখানকার সাগর সৈকত, মন্দির, প্রাকৃতিক সৌন্দর্যময় বিভিন্ন জায়গা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান টানে তাঁদের। পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই পর্যটন এলাকাটিতে ভ্রমণে এলে বিদেশি পর্যটকদের এখন থেকে ১৫ হাজার রুপি বা ৯.৬০ ডলার কর দিতে হবে। আর এটি কার্যকর হয়েছে আজকের এই ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইনস ডে থেকেই।

এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। 

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে দ্বীপটির পরিবেশ ও সংস্কৃতি রক্ষার জন্যই এই উদ্যোগ। বালি অসাধারণ সৈকত ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে অতি পরিচিত এক জায়গা। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে গত বছর জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যেই দ্বীপটি ভ্রমণে এসেছেন ৪৮ লাখ পর্যটক।

গত বছর প্রথম ঘোষণা করা পর্যটন কর আজ বুধবার অর্থাৎ ভালোবাসা দিবস বা ভ্যালেনটাইন’স ডে থেকে কার্যকর হয়েছে।

এটি বিদেশ থেকে বা দেশের অন্যান্য অংশ থেকে প্রদেশে প্রবেশকারী বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ইন্দোনেশিয়ার পর্যটকদের এটি দিতে হবে না। লাভ বালি ওয়েবসাইটের মাধ্যমে ভ্রমণকারীদের বালিতে আসার আগেই কর পরিশোধে উৎসাহ দেওয়া হয়েছে। 

করোনা মহামারির আগে বালির বার্ষিক জিডিপির ৬০ শতাংশই আসত পর্যটন থেকে।

প্রদেশের পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য অনুসারে ২০২৩ সালের নভেম্বরে বালিতে সবচেয়ে বেশি পর্যটক আসে অস্ট্রেলিয়া থেকে। সংখ্যাটি এক লাখের বেশি। তারপরের স্থানগুলি যথাক্রমে ভারত, চীন এবং সিঙ্গাপুরের।

তবে সাম্প্রতিক বছরগুলোতে বালিতে পর্যটকদের কর্মকাণ্ড স্থানীয়দের বিরক্তি উৎপাদন করেছে। 

গত মার্চে একজন রাশিয়ান ব্যক্তিকে বালি থেকে বিতাড়িত করা হয়েছিল। কারণ হিন্দুরা দেবতাদের বাড়ি বলে বিশ্বাস করা মাউন্ট আগেংয়ে তিনি শরীরের পোশাক খুলে ফেলেন।

একই মাসে, কর্তৃপক্ষ বলেছিল যে তারা বিদেশি পর্যটকদের মোটরবাইক ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। কারণ কিছু পর্যটকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে।

২০২১ সালে অন্য একটি পবিত্র স্থান মাউন্ট বাতুরে রাশিয়ান দম্পতির এক যৌন মিলনের তিন মিনিটের ভিডিও ছড়িয়ে পড়লে শোরগোল ওঠে।

নেপালে অ্যাডভেঞ্চার বাঞ্জি জাম্পিং ও প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ

রোমাঞ্চকর রেইছা ঝিরির পথে

চার মাসব্যাপী বাহা উইন্টার ফেস্টিভ্যাল

এ বছরের ট্রেন্ডে থাকছে একক ভ্রমণ প্রবণতা

গোলাপি শহর তুলুজ

ঢাকার কাছে মুন্সিগঞ্জ: দেখার আছে অনেক কিছু

ইউরোপের ৭টি সুন্দর গ্রাম

মালদ্বীপে হানিমুনের সেরা পাঁচ রিসোর্ট

রাঙামাটির রিসোর্ট সংস্কৃতি

নতুন বছরের ভ্রমণ ট্রেন্ড

সেকশন