হোম > জীবনধারা > ভ্রমণ

ইসরায়েলিদের ভ্রমণ নিয়ে দ্বিধায় মালদ্বীপ

ফিচার ডেস্ক 

ঘোষণা দিয়েও সিদ্ধান্ত থেকে পিছু হটেছে মালদ্বীপ। ২ জুন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর এক মুখপাত্র বিবৃতিতে ইসরায়েলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দেন। তবে তখনই এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি দেশটির পক্ষ থেকে।

১০ জুন মালদ্বীপের সংসদে অভিবাসন আইন সংশোধনের জন্য একটি বিল উত্থাপন করা হয়। সে সময় ইসরায়েলি পাসপোর্টধারী ও দেশটির দ্বৈত নাগরিকদের মালদ্বীপ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিলটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটিতে পাঠানো হয়। তবে ১৩ জুন মালদ্বীপের অ্যাটর্নি জেনারেল আহমেদ উশাম ইঙ্গিত দেন, ইসরায়েলি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সব ইসরায়েলি নাগরিকের ওপর বহাল হবে না।

মালদ্বীপে ইসরায়েলিদের ভ্রমণে নিষেধাজ্ঞাবিষয়ক বিলটি পেশ করে মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। বিলটি উত্থাপনের পর দেশটিতে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করতে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তবে আহমেদ উশাম ধারণা করছেন, এ বিল পাস হলে মালদ্বীপের জন্য সমস্যা তৈরি হতে পারে। তাই বিলটিতে সংশোধনী আনার কথা বলেছেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘অনেক ফিলিস্তিনি নাগরিকের ইসরায়েলি পাসপোর্ট রয়েছে। তাঁরা সংখ্যায় লক্ষাধিক। আমরা যদি এমন একটি নিষেধাজ্ঞা জারি করি, তাঁদের কী হবে? এই বিষয়গুলো আমাদের একটু ভেবে দেখতে হবে।’ তিনি আরও জানান, এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ ছিল আরব মুসলিম ও ইসরায়েলে অবস্থানরত ফিলিস্তিনি নাগরিকদের প্রতি সমবেদনা জানানো। ২ জুন প্রেসিডেন্টের এই বিষয়ে বক্তব্যের আগে মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) সংসদ সদস্য মিকাইল নাসিম নিষেধাজ্ঞাবিষয়ক একটি প্রস্তাব পেশ করেছিলেন।

মালদ্বীপের ক্ষমতাসীন পিএনসি দলের ডেপুটি স্পিকার আহমেদ নাজিম অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার বিষয়গুলোকে সাবধানতার সঙ্গে মূল্যায়ন করে বিলটি পর্যালোচনার পরামর্শ দিয়েছেন। অভিবাসন বিল নিয়ে সংসদে বিতর্ক চলাকালীন তিনি এই পরামর্শ দেন নবগঠিত কমিটিকে।

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি

বাংলাদেশের পর্যটক কমায় ভারতে নিম্নমুখী আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা

আকাশে ঘুরে বেড়ানো এক নিঃসঙ্গ বাবার গল্প

হোটেল রুমের পরিচ্ছন্নতা ও শিষ্টাচার

ভ্রমণে এক ব্যাগে সবকিছু রাখলে বিপদ হতে পারে, দেখে নিন কী করবেন

আবুধাবি ভ্রমণের আগে যা জানা জরুরি

২০২৬ সালের জন্য এয়ারবিএনবি-এর পূর্বাভাস