সমির মল্লিক, খাগড়াছড়ি
জ্যোৎস্না না থাকলে বোধ হয় পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হারিয়ে যেত! নিকষ কালো অন্ধকারে আচ্ছন্ন হতো রাত। সেই ঘুটঘুটে অন্ধকার দেখতে হয় না বলে বাস্তবে জ্যোৎস্নালোকের রাতগুলো স্বপ্নের মতো সুন্দর। তেমনই এক জ্যোৎস্নাময় রাতে ঘর ছেড়েছিলেন মহামতি বুদ্ধ। তেমন না হোক, অন্তত পাহাড়চূড়ার নির্জন চরাচরে শিশিরভেজা নরম ঘাসে বসে পুরো একটি রাত কাটিয়ে দেওয়া কত মানুষের যে গোপন ইচ্ছে!
নিস্তব্ধ পাহাড়ি কুটিরে একটা রাত কাটানোর স্বপ্ন দেখছিলাম অনেক দিন ধরে। ঝাঁজালো এক দুপুরে সুযোগ পেয়েও গেলাম। সে সময় পাহাড়ে বৃষ্টিবাহী মেঘের আনাগোনা শুরু হয়েছে। এর চেয়ে উত্তম সময় আর কী হতে পারে! শান্তি পরিবহনে শান্তির ভাতঘুম দিতে দিতে যাত্রা শুরুর প্রস্তুতি নিলাম। খরতাপে ক্লান্ত শহর পেরিয়ে গেলাম দ্রুত। সূর্য তখন পাটে যেতে বসেছে। গোধূলির সোনারঙা রোদে উজ্জ্বল পথের দুই পাশের বিস্তৃত ধানখেত। এ রকম আবেশী গোধূলিতে বাসের চাকা নষ্ট! ঠিক করার জন্য দাঁড় করানো হলো পথের পাশে।
শাপে বর হলো যেন! বাস থেকে নেমে অপূর্ব প্রকৃতি দেখে প্রাণভরে শ্বাস নিলাম। তারপর গোগ্রাসে চোখে মেখে নিলাম গোধূলির সোনালি মায়া। অদূরে গ্রাম্য ঝুপড়িতে চা খেয়ে আবার যাত্রা শুরু। মাটিরাঙ্গা পৌঁছালাম রাত প্রায় আটটায়। এখান থেকে চাপতে হলো সিএনজিচালিত অটোরিকশায়। অটোরিকশার হেডলাইটের আলোয় দেখছি সবুজ বনানী কেটে কেটে ঢুকে যাচ্ছি রাত্রির গহিনে। ৩০ মিনিটের যাত্রা শেষ হলো যখন, তখন প্রকৃতির মোহনীয় অভ্যর্থনা দেখে মুগ্ধ হলাম। দেখি ঘাসের বুকে আলোর পাখি জোনাকি তারার চাদর বিছিয়ে রেখেছে। চোখ তুলে তাকালাম পাহাড়ের দিকে। আকাশে যেন নক্ষত্রের মেলা। এমন ‘ভয়াবহ’ সৌন্দর্যের সামনে দাঁড়ালে বুকে ধাক্কা লাগে।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ
এখানে মিলবে না বিদ্যুতের সুবিধা, এসির ঠান্ডা হাওয়া, ফ্রিজের শীতল পানি। বরং মিলবে সৌরবিদ্যুৎ, কুয়ার ঠান্ডা জল, সারিবদ্ধ বৃক্ষের ছায়া আর শরীর জুড়ানো বাতাস, পাখিদের গান, লেকের তাজা মাছ, বাগানের ফল ও সবজি। নাগরিক জীবন এখানে বেমানান। প্রকৃতি এখানে তার আপন মহিমায় উপস্থিত।
প্রয়োজনীয় তথ্য
বাসে ঢাকা বা চট্টগ্রাম থেকে মাটিরাঙ্গা বাজার, সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় অথবা মোটরসাইকেলে চেপে যেতে হবে জ্যোৎস্না বাড়ি। অবশ্যই প্রকৃতিকে কিন্তু বিরক্ত করা চলবে না। নিজে কিংবা প্রকৃতিকে খুঁজে পেতে হলে নীরবতা অপরিহার্য। জ্যোৎস্না বাড়িতে রাত যাপন করতে জনপ্রতি খরচ হবে তিন বেলা খাবারসহ প্রায় ১ হাজার ৫০০ টাকা।