Ajker Patrika
হোম > জীবনধারা > ভ্রমণ

বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন

ফিচার ডেস্ক

বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন

বিদেশে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট নিয়ে বেশ সতর্ক থাকতে হয়। তার পরেও অনেক সময় সেটি হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। সে রকম কোনো ঘটনা ঘটলে ঘাবড়ে না গিয়ে আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। বিদেশে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। তাই যত দ্রুত সম্ভব পদক্ষেপগুলো নিতে হবে।

পুলিশে রিপোর্ট করা

প্রথমে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে পাসপোর্ট হারানোর বিষয়ে একটি রিপোর্ট লিখিয়ে নিন। পুলিশের কাছ থেকে রিপোর্টের সেই কপি সংগ্রহ করুন, যা পরবর্তী সময়ে কাজে লাগবে।

দেশীয় দূতাবাসে যোগাযোগ

দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করুন। তারা আপনাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে এবং নতুন পাসপোর্ট ইস্যু করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র-সংক্রান্ত সহায়তা করবে।

ভিসাসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কপি রাখা

ভিসা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজের কপি সঙ্গে রাখুন। অনেক সময় ডকুমেন্টের কপি থাকলে নতুন পাসপোর্টের প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন হয়।

নতুন পাসপোর্টের জন্য আবেদন করা

দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা অনুযায়ী নতুন পাসপোর্টের জন্য আবেদন করুন। এটির জন্য কিছুটা সময় এবং ফি লাগতে পারে। একেক দেশের জন্য সময় ও ফিয়ে তারতম্য হতে পারে। দূতাবাস আপনাকে তা জানিয়ে দেবে।

এ ছাড়া যদি আপনি কেবল ভ্রমণ ভিসা কিংবা অন্য কোনো ডকুমেন্ট হারান, তাহলে সেই বিষয়েও দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করে সাহায্য পেতে পারেন।

সূত্র: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর

কম খরচে ভ্রমণ করা যাবে যেসব দেশে

নবাবি ঢাকার নিমতলী প্রাসাদে

বিদেশি পর্যটকদের জন্য কঠোর করা হয়েছে বালির আইন

সুন্দরবনে রিসোর্টের খোঁজখবর

সেরা ১৯ গণপরিবহনের তালিকায় এশিয়ার ৯

ঈদের ছুটিতে অ্যাডভেঞ্চার

নিভৃতি আর নির্জনতার গল্প

পর্যটকদের জন্য বালির নতুন নির্দেশিকা

বাঘের দেশে রিসোর্টে বাস

শ্রীলঙ্কার ৩০০ কিলোমিটার পেকো ট্রেইল