হোম > জাতীয়

বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষার নড়চড় হয়নি: জন কারবি

বাংলাদেশি জনগণের প্রত্যাশা পূরণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষার কোনো পরিবর্তন বা নড়চড় হয়নি—এমনটাই জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কারবি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান কারবি।

গত ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে জয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মন্ত্রিসভার তালিকাও প্রকাশ করা হয়েছে। নির্বাচনের পরপরই ভারত, চীন, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছাও জানিয়েছে। তবে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। এবার বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠল হোয়াইট হাউসের ব্রিফিংয়েও।

সেখানে জন কারবির কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সদ্যসমাপ্ত নির্বাচন এবং বিরোধী দলের ওপর সরকারের অব্যাহত দমননীতির বিষয়টি উল্লেখ করে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চেয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক।

জবাবে জন কারবি বলেন, ‘আমরা স্পষ্টতই এখনো বিশ্বব্যাপী কার্যকর, প্রাণবন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি এবং অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হওয়াসহ বাংলাদেশি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়—এমন বিষয়ে আমাদের আকাঙ্ক্ষার কোনো নড়চড় হয়নি।’ 

এদিকে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও প্রধানমন্ত্রী লি চ্যাং। গতকাল বৃহস্পতিবার তাঁরা এই শুভেচ্ছাবার্তা পাঠান, যা বাংলাদেশের চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

শুভেচ্ছাবার্তায় চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন, তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে, রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াবে, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও উন্নীত করবে, উন্নয়ন কৌশলগুলো আরও সমন্বিত ও প্রচার করবে। উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেবে, যাতে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করা যায়।

একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি চ্যাংও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। বার্তায় লি চ্যাং বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশ পরস্পরের উন্নয়নে অংশীদার।

লি চ্যাং আরও বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে গভীর করেছে এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে। লি জানিয়েছেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক উপকারী সহযোগিতার উন্নয়নে, চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে আরও উন্নয়নে কাজ করতে প্রস্তুত, যাতে দুই দেশ ও দুই দেশের জনগণ আরও ভালোভাবে লাভবান হয়।

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

২২ কোটি টাকার অবৈধ সম্পদ: আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর