হোম > জাতীয়

ডিসেম্বরের বেতন ছাড় না দেওয়ায় শিক্ষক সমিতির ক্ষোভ ও প্রতিবাদ

আজকের পত্রিকা ডেস্ক­

এমপিওভুক্ত শিক্ষকদের অধিকাংশেরই ডিসেম্বর-২০২৪–এর বেতন এখনো পর্যন্ত ব্যাংকে হিসাব নম্বরে স্থানান্তর না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।

আজ শুক্রবার বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ ইয়াছিন সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লবের পক্ষে এই বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা স্থানান্তর না হওয়ায় তীব্র অর্থসংকটে পড়েছে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী। এতে তাঁদের সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। ইএফটির জটিলতার অজুহাতে শিক্ষকদের বেতন বিলম্ব খুবই দুঃখজনক। শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন।

এতে আরও বলা হয়, শিক্ষকদের কাগজপত্রের ত্রুটির বিষয়টি সামনে এনে বেতন ছাড়ে বিলম্ব করছে মন্ত্রণালয়, যা একধরনের প্রহসন। যদি কাগজপত্র নিরীক্ষণ ও সংশোধনের বিষয়টিতে প্রথম গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তাহলে ইএফটি প্রক্রিয়ার আগে সে কাজটি করা উচিত ছিল। ফলে এ ধরনের জটিলতায় পড়তে হতো না।

এমপিও–সংক্রান্ত জটিলতার সমাধানের পাশাপাশি বেতন চলমান রাখাসহ অতিসত্বর লাখ লাখ শিক্ষক-কর্মচারীদের অর্থসংকট লাঘবে বেতন ছাড় দেওয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ