আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২টি সংসদীয় আসনে কোস্টগার্ড মোতায়েনের পরিকল্পনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের জারি করা পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে।
পরিপত্র থেকে জানা যায়, সাতটি জেলায় ১২ সংসদীয় আসনের ১৩টি উপজেলার একটি পৌরসভা ও ৪২টি ইউনিয়নে কোস্টগার্ড মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।
যেসব জায়গায় কোস্টগার্ড মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে—ভোলা-১ আসনের (ভোলা সদর) রাজাপুর ও কাচিয়া; ভোলা-২ আসনের (দৌলতখান) মদনপুর ও হাজীপুর; ভোলা-৩ আসনের (তজুমুদ্দিন) সোনাপুর ও বড় মলংচড়া; ভোলা-৪ আসনে চরফ্যাশন উপজেলার চরকুকরীমুকরী, মুজিবনগর, ঢালচর ও মনপুরা উপজেলার মনপুরা; বরিশাল-৪ আসনের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া, মেহেন্দীগঞ্জ, গোবিন্দপুর, শ্রীপুর ও দড়িরচর খাজুরিয়া; নোয়াখালী-৬ আসনে হাতিয়া উপজেলার হরনি ও চানুন্দি; পটুয়াখালী-৪ আসনের রাঙ্গাবালী উপজেলার চর বাইশদিয়া, চরমোন্তাজ ও চালিতাবুনিয়া; কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ, উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং, কৈয়ারবিল, আলি আকবর ডেইল ও লেমসিখালী; চট্টগ্রাম-৩ আসনের সন্দ্বীপ উপজেলার সারিকাইত, আজিমপুর, রহমতপুর, মাইটভাঙ্গা ও কালাপানিয়া; কক্সবাজার-৪ আসনের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন্স; খুলনা-১ আসনের দাকোপ উপজেলার বাজুয়া, পানখালী, দাকোপ, কৈলাসগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তীলডাঙ্গা, চালনা পৌরসভা, বানীয়াসান্তা ও লাউডোব; এবং খুলনা-৬ আসনের কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন।