হোম > জাতীয়

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর সহযোগিতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য রুশ ফেডারেশনের গ্লাভ কসমসের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা স্মারক স্বাক্ষর হয়েছে। আজ বুধবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ঢাকায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি কার্যালয়ে এই সহযোগিতা স্মারক সই হয়।

সহযোগিতা স্মারকে সই করেন বিএসসিএল এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. শাহজাহান মাহমুদ ও গ্লাভ কসমস-এর মহাপরিচালক দিমিত্রি লস্কুতন।

বিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি এবং অনলাইনে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ও গ্লাভ কসমস-এর মহাপরিচালক দিমিত্রি লস্কুতন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় টেলিযোগাযোগমন্ত্রী জাতীয় জীবনে এটিকে একটি ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘রাশিয়ার মহাকাশবিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্লাভ কসমসের সঙ্গে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ বিষয়ে সহযোগিতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির এই স্যাটেলাইট নির্মাণের অভিযাত্রা শুরু হলো।’ এ সময় মুক্তিযুদ্ধে রাশিয়ার অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

ড. শাহজাহান মাহমুদ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ সরকারের একটি অনন্য প্রয়াস।

বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে ‘চমৎকার’ ও ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও সুসংহত হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। একই প্রত্যাশা ব্যক্ত করেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান। 

গ্লাভ কসমস-এর মহাপরিচালক বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় আনন্দ প্রকাশ করেন।

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

রাজনীতিতে ঢুকতে চাই না, প্রধান উপদেষ্টার টাইমফ্রেমে কাজ করছি: সিইসি

রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

সেকশন